চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ২১: ৩৩
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২১: ৫৪

সৌদি আরবে আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে। সৌদি গেজেটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে এ বছর রমজান মাস ২৯ দিনেই শেষ হলো।

গত ২২ মার্চ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। অর্থাৎ প্রথম রোজা হয় ২৩ মার্চ।

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পরদিনই বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে আগামী শুক্রবার বাংলাদেশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী শনিবার দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত