অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় ব্যাপক হতাহতের ঘটনার পর যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূল করা হবে।
আজ শনিবার সকালে অতর্কিতে রকেট হামলার পাশাপাশি ইসরাইলে সশরীরে অভিযান চালান হামাস সদস্যরা। এতে অন্তত ২২ ইসরায়েলি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়। এ ছাড়া বহু ইসরায়েলি সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।
হামলা শুরুর পর ইসরায়েলিদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কোনো অভিযান নয়; কোনো উসকানি নয়, যুদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। নিরাপত্তাব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি আমি। যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি। এ মুহূর্তে সেই অপারেশন চলছে।’
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হামাস গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর বৃহত্তম আক্রমণ শুরু করে। গাজা উপত্যকা থেকে দুই হাজারেরও বেশি রকেট ছোড়ার পর দেশটির দক্ষিণে অনুপ্রবেশ করেছে তারা হামলা চালায়। ‘আল আকসা ফ্লাড’ নামের এই অভিযানে কমপক্ষে ২২ জন ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হয়েছে।
হামলার কারণ জানিয়ে হামাস বলেছে, ‘দখলদার ইসরায়েলিদের সব অপরাধের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোনো বিচার ছাড়া ইসরায়েলিদের তাণ্ডব চালানোর দিন শেষ। আমরা অপারেশন আল-আকসা ফ্লাড ঘোষণা করেছি এবং হামলা চালিয়েছি। প্রথম হামলার ২০ মিনিটের মধ্যে আমরা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’
এই হামলা প্রসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এ মুহূর্তে, আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি; যা শত্রুরা কখনো কল্পনা করেনি। শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা ভাবতেও পারেনি। আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।’
আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এই আক্রমণ শুরু হয়। স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েল সীমান্তে অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করেন হামাসের যোদ্ধারা। এর আগে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়েন তাঁরা।
এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছিলেন, হামাস আক্রমণ শুরু করে ‘গুরুতর ভুল’ করেছে।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় ব্যাপক হতাহতের ঘটনার পর যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূল করা হবে।
আজ শনিবার সকালে অতর্কিতে রকেট হামলার পাশাপাশি ইসরাইলে সশরীরে অভিযান চালান হামাস সদস্যরা। এতে অন্তত ২২ ইসরায়েলি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়। এ ছাড়া বহু ইসরায়েলি সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।
হামলা শুরুর পর ইসরায়েলিদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কোনো অভিযান নয়; কোনো উসকানি নয়, যুদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। নিরাপত্তাব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি আমি। যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে, তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি। এ মুহূর্তে সেই অপারেশন চলছে।’
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হামাস গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর বৃহত্তম আক্রমণ শুরু করে। গাজা উপত্যকা থেকে দুই হাজারেরও বেশি রকেট ছোড়ার পর দেশটির দক্ষিণে অনুপ্রবেশ করেছে তারা হামলা চালায়। ‘আল আকসা ফ্লাড’ নামের এই অভিযানে কমপক্ষে ২২ জন ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হয়েছে।
হামলার কারণ জানিয়ে হামাস বলেছে, ‘দখলদার ইসরায়েলিদের সব অপরাধের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোনো বিচার ছাড়া ইসরায়েলিদের তাণ্ডব চালানোর দিন শেষ। আমরা অপারেশন আল-আকসা ফ্লাড ঘোষণা করেছি এবং হামলা চালিয়েছি। প্রথম হামলার ২০ মিনিটের মধ্যে আমরা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’
এই হামলা প্রসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এ মুহূর্তে, আমি রিজার্ভ সেনাদের জড়ো করা এবং শক্তিশালী প্রতিশোধমূলক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি; যা শত্রুরা কখনো কল্পনা করেনি। শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা ভাবতেও পারেনি। আমি সাধারণ মানুষকে সেনাবাহিনীর নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা এখন যুদ্ধে আছি এবং আমরা এ যুদ্ধে জয়ী হব।’
আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এই আক্রমণ শুরু হয়। স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েল সীমান্তে অবৈধ বসতিগুলোতে অনুপ্রবেশ করেন হামাসের যোদ্ধারা। এর আগে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়েন তাঁরা।
এসব রকেট ছোড়ার পরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে বলেছিলেন, হামাস আক্রমণ শুরু করে ‘গুরুতর ভুল’ করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে