অনলাইন ডেস্ক
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্যকে হত্যার অভিযোগে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের বিচার বিভাগ। ভার্চুয়ালি সম্প্রচারিত এক বিচারে এই রায় দেওয়া হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় সেপ্টেম্বরে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই রায়ের ফলে মৃত্যুদণ্ডের মোট সংখ্যা ১১ তে পৌঁছেছে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেন, ‘রুহুল্লাহ আজমিয়ান হত্যার ঘটনায় ১৬ জন অভিযুক্তকে তলব করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বয়স ১৮ বছরের কম হওয়ায় তিনজনসহ আরও ১১ জনকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।’ মাসুদ সেতায়েশি জানিয়েছেন, এই রায় চূড়ান্ত নয় এবং দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
আনাদলুর প্রতিবেদন অনুসারে, ২৭ বছর বয়সী রুহুল্লাহ আজমিয়ান ইরানের আধাসামরিক বাহিনী বাসিজির সদস্য ছিলেন। নভেম্বরের শুরুতে দেশটির মধ্য আলবুর্জ প্রদেশের রাজধানী কারাজে একদল বিক্ষোভকারীর হাতে নিহত হন তিনি।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আরও বলেছেন, ‘পৃথিবীতে দুর্নীতি’, ‘নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অপরাধ’ এবং ‘জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির’ অভিযোগে এই পাঁচজনকে অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইরানের বিচার বিভাগ দেশটিতে বিক্ষোভের অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগে ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বেশির ভাগ মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে—‘পৃথিবীতে দুর্নীতির’ অভিযোগে এবং মোহাবেরেহ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে। ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্যকে হত্যার অভিযোগে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের বিচার বিভাগ। ভার্চুয়ালি সম্প্রচারিত এক বিচারে এই রায় দেওয়া হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় সেপ্টেম্বরে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই রায়ের ফলে মৃত্যুদণ্ডের মোট সংখ্যা ১১ তে পৌঁছেছে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেন, ‘রুহুল্লাহ আজমিয়ান হত্যার ঘটনায় ১৬ জন অভিযুক্তকে তলব করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বয়স ১৮ বছরের কম হওয়ায় তিনজনসহ আরও ১১ জনকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।’ মাসুদ সেতায়েশি জানিয়েছেন, এই রায় চূড়ান্ত নয় এবং দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
আনাদলুর প্রতিবেদন অনুসারে, ২৭ বছর বয়সী রুহুল্লাহ আজমিয়ান ইরানের আধাসামরিক বাহিনী বাসিজির সদস্য ছিলেন। নভেম্বরের শুরুতে দেশটির মধ্য আলবুর্জ প্রদেশের রাজধানী কারাজে একদল বিক্ষোভকারীর হাতে নিহত হন তিনি।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আরও বলেছেন, ‘পৃথিবীতে দুর্নীতি’, ‘নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অপরাধ’ এবং ‘জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির’ অভিযোগে এই পাঁচজনকে অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইরানের বিচার বিভাগ দেশটিতে বিক্ষোভের অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগে ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বেশির ভাগ মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে—‘পৃথিবীতে দুর্নীতির’ অভিযোগে এবং মোহাবেরেহ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে। ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের প্রচেষ্টা সংক্রান্ত মামলাটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই মামলা বাতিল করে গতকাল সোমবার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
৩ মিনিট আগেপুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
১ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ কারণ ছিল—মুসলিম ভোটের বিভাজন। যার ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে
২ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৪ ঘণ্টা আগে