গাজায় মানবিক করিডর চালুর আহ্বান পোপের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৯: ২২
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০: ৩১

গাজায় অবরুদ্ধ ব্যক্তিদের সাহায্য করার জন্য মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের উদ্দেশে তার সাপ্তাহিক ভাষণে তিনি এই আহ্বান জানিয়েছেন। আল জাজিরার খবরে এমনটা বলা হয়েছে।  

পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি জোর দিয়ে বলছি যে শিশু, অসুস্থ, বয়স্ক, নারী এবং সমস্ত বেসামরিক নাগরিকরা যেন সংঘাতের শিকার না হয়।’

পোপ  বলেন, ‘সর্বোপরি গাজায় মানবিক অধিকারকে সম্মান করা হোক, তাদের সাহায্যের জন্য মানবিক করিডরের গ্যারান্টি দেওয়া জরুরি এবং প্রয়োজনীয়।’

ভ্যাটিকান সিটি এই সংকটে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।  

এদিকে, গাজায় একটি বড় ধরনের স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই লক্ষ্যে গত শুক্রবার গাজার উত্তর অংশ থেকে সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তর অংশে প্রায় ১১ লাখ মানুষের বসবাস। ইসরায়েলের নির্দেশের পর ওই অঞ্চল থেকে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের আকস্মিক হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০ ছুঁয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা শুরু করে গাজা শহরে। হাজার হাজার বোমার আঘাতে ইতিমধ্যেই গাজা শহরের নিহতের সংখ্যা প্রায় আড়াই হাজার।

গাজা শহরের মাটির নিচে হামাসের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস ও অপহৃত নাগরিকদের উদ্ধার করার জন্য স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত