Ajker Patrika

ওমরাহ পালনে সৌদি বাদশাহর আমন্ত্রণ পাচ্ছেন বিশ্বের ১০০০ জন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৯: ৫৩
৬৬টি দেশ থেকে ১ হাজার জন ওমরাহ পালনে আমন্ত্রিত হচ্ছেন। ছবি: সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়
৬৬টি দেশ থেকে ১ হাজার জন ওমরাহ পালনে আমন্ত্রিত হচ্ছেন। ছবি: সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়

ওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রাম’–এর আওতায় তাঁদের আমন্ত্রণের অনুমোদন দেন দুই পবিত্র মসজিদের খাদেম।

এ বছর ৬৬টি দেশ থেকে ১ হাজার জন এই আয়োজনে আমন্ত্রিত হচ্ছেন। চারটি দলে ভাগ করে এই ১ হাজার জনকে চলতি ইসলামি বর্ষের (হিজরি ১৪৪৬) মধ্যে ওমরাহ করতে নিয়ে যাওয়া হবে। চলতি হিজরি বর্ষ ২০২৫ সালের জুনের শেষ সপ্তাহে শেষ হবে।

এই কর্মসূচির অধীনে ওমরাহ পালন, মক্কা ও মদিনার পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং দুই পবিত্র মসজিদের ইমাম ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকে।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের এসব সুবিধা দেওয়া এবং ব্যয়ের ভার বহন করে সৌদি সরকার। এযাবৎ ১৪০ টিরও বেশি দেশের মুসলিম দুই পবিত্র মসজিদের খাদেমের আমন্ত্রণ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত