গাজায় ইসরায়েলি হামলায় ৫ ত্রাণকর্মী নিহত, ‘হৃদয় ভেঙেছে’ হোয়াইট হাউসের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০: ২৩
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০: ৩৫

যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন মার্কিন ত্রাণ সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, এ দুর্ঘটনায় তাদের ‘হৃদয় ভেঙেছে’। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও আছেন। বিদেশিরা যথাক্রমে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। বাকিরা ফিলিস্তিনি। 

গাজা উপত্যকার দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ওই পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই পাঁচ কর্মীর সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ওয়ার্ল্ড কিচেন সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মানবিক সহায়তা কর্মী ও বেসামরিক নাগরিকেরা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’ 
 
এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শোক প্রকাশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটস সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকাহত।’ 

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, ‘মানবিক সাহায্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কারণ তাঁরা এমন সহায়তা প্রদান করেন, যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা ইসরায়েলকে দ্রুত এ ঘটনা তদন্ত করার অনুরোধ করছি।’ 

এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৩৯২ জন আহত হয়েছে। অথচ, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একবারও ফিলিস্তিনিদের নিহত বা আহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো শোক প্রকাশ করেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত