নারী অধিকার পশ্চিমাদের স্বাধীন দেশে হস্তক্ষেপের হাতিয়ার: রাইসি 

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৮: ১৬
Thumbnail image

নারীর অধিকার ও সমতার অজুহাতে পশ্চিমারা স্বাধীন ও সার্বভৌম দেশে হস্তক্ষেপ করে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ সোমবার তেহরানে প্রথম আন্তর্জাতিক খোরশীদ মিডিয়া ফেস্টিভ্যালে বক্তব্যকালে পশ্চিমাদের অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে এমন মন্তব্য করেন রাইসি। 

রাইসি প্রশ্ন রেখে বলেন, ‘পশ্চিমারা প্যালেস্টাইন দখল করেছে এবং সাত দশকেরও বেশি সময় ধরে এর জনগণকে নিপীড়ন করেছে। মার্কিন সেনারা ২০ বছর ধরে আফগানিস্তানে ঘরবাড়ি ধ্বংস করছে এবং নারী-পুরুষ নির্বিশেষে হত্যা করছে, ফলে আফগানিস্তানে এখন ৩৫ হাজারেরও বেশি প্রতিবন্ধী শিশু বাস করছে। এটাই কি পশ্চিমা মানবাধিকারের দৃষ্টান্ত?’ 

তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তান এবং অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দশকের হস্তক্ষেপ এক বিন্দু সমৃদ্ধি বা নিরাপত্তা নিয়ে আসেনি। 

প্রেসিডেন্ট রাইসি বলেন, ‘বর্তমানে আমরা একটি মিডিয়া আধিপত্যের যুগে বাস করছি, যেখানে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে, এর মাধ্যমে জনমতকে নিজেদের পক্ষে নেওয়া হচ্ছে।’ 

রাইসি সতর্ক করে বলেন, তাঁরা হয় সত্যকে বিকৃত করে অথবা পুরোটাই আড়াল করে। এটি সমাজের ওপর ‘আধুনিক বর্বরতা’ চাপিয়ে দেওয়ার পথ প্রশস্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত