অনলাইন ডেস্ক
লেবাননে জ্বালানি তেলের সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। এরই মধ্যে জ্বালানি তেল সরবরাহ করেছে তারা। দরকার হলে লেবাননকে আরও জ্বালানি তেল সরবরাহ করবে বলে আজ জানিয়েছে জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর এক নেতা তেহরানের কাছ থেকে জ্বালানি তেলবাহী জাহাজ শিগগিরই যাত্রা করবে বলে একদিন আগে জানিয়েছিলেন। তারপরই ইরানের পক্ষ থেকে দরকার হলে আরও জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানানো হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তেই জ্বালানি তেল ও এ সম্পর্কিত বিভিন্ন পণ্য বিক্রি করি। আমাদের বন্ধুদের প্রয়োজনের মুহূর্তে আমরা পাশে দাঁড়াই। দরকার হলে লেবাননে আরও জ্বালানি তেল পাঠাতে ইরান প্রস্তুত।’
গতকাল রোববার এ সম্পর্কিত এক বক্তব্যে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি তেলবাহী যে ইরানি জাহাজের রওনা হওয়ার কথা জানানো হয়েছিল, তা এরই মধ্যে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজ ওয়েবসাইট গত সপ্তাহে জানিয়েছিল, লেবাননের জন্য পাঠানো জ্বালানি তেলের দাম পরিশোধ করেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি সংগঠন। এ বিষয়ে আজ সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খাতিবজাদেহ বলেন, ‘শিয়া ব্যবসায়ীদের কাছে যেমন জ্বালানি তেল বিক্রি করেছি আমরা, ঠিক তেমনি লেবাননের সরকার চাইলেও আমরা তেল সরবরাহ করব।’
তবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শত্রুপক্ষ বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছে, এই জ্বালানি তেল কেনার দায় পরিশোধ করতে হবে। কারণ, এটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যেতে পারে। আর লেবানন এমন কোনো নিষেধাজ্ঞার আওতায় পড়লে দেশটি সত্যিই বিপদে পড়বে। লেবাননের অর্থনীতি গত দুই বছর ধরেই বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হওয়া ছয় জাতি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ আছে। ওয়াশিংটন হিজবুল্লাহ ও ইরানের সম্পর্ক ভালো চোখে দেখে না। ১৯৮২ সালে ইরানের ন্যাশনাল গার্ডের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছিল হিজবুল্লাহ গোষ্ঠীটি।
লেবাননে জ্বালানি তেলের সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। এরই মধ্যে জ্বালানি তেল সরবরাহ করেছে তারা। দরকার হলে লেবাননকে আরও জ্বালানি তেল সরবরাহ করবে বলে আজ জানিয়েছে জানিয়েছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর এক নেতা তেহরানের কাছ থেকে জ্বালানি তেলবাহী জাহাজ শিগগিরই যাত্রা করবে বলে একদিন আগে জানিয়েছিলেন। তারপরই ইরানের পক্ষ থেকে দরকার হলে আরও জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানানো হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তেই জ্বালানি তেল ও এ সম্পর্কিত বিভিন্ন পণ্য বিক্রি করি। আমাদের বন্ধুদের প্রয়োজনের মুহূর্তে আমরা পাশে দাঁড়াই। দরকার হলে লেবাননে আরও জ্বালানি তেল পাঠাতে ইরান প্রস্তুত।’
গতকাল রোববার এ সম্পর্কিত এক বক্তব্যে হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি তেলবাহী যে ইরানি জাহাজের রওনা হওয়ার কথা জানানো হয়েছিল, তা এরই মধ্যে লেবাননের উদ্দেশে যাত্রা করেছে।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম নূরনিউজ ওয়েবসাইট গত সপ্তাহে জানিয়েছিল, লেবাননের জন্য পাঠানো জ্বালানি তেলের দাম পরিশোধ করেছেন লেবাননের শিয়া ব্যবসায়ীদের একটি সংগঠন। এ বিষয়ে আজ সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খাতিবজাদেহ বলেন, ‘শিয়া ব্যবসায়ীদের কাছে যেমন জ্বালানি তেল বিক্রি করেছি আমরা, ঠিক তেমনি লেবাননের সরকার চাইলেও আমরা তেল সরবরাহ করব।’
তবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শত্রুপক্ষ বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না। তারা বলছে, এই জ্বালানি তেল কেনার দায় পরিশোধ করতে হবে। কারণ, এটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যেতে পারে। আর লেবানন এমন কোনো নিষেধাজ্ঞার আওতায় পড়লে দেশটি সত্যিই বিপদে পড়বে। লেবাননের অর্থনীতি গত দুই বছর ধরেই বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে হওয়া ছয় জাতি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, যা এখনো বলবৎ আছে। ওয়াশিংটন হিজবুল্লাহ ও ইরানের সম্পর্ক ভালো চোখে দেখে না। ১৯৮২ সালে ইরানের ন্যাশনাল গার্ডের সরাসরি তত্ত্বাবধানে গড়ে উঠেছিল হিজবুল্লাহ গোষ্ঠীটি।
ভারতের বেঙ্গালুরুর এক হোটেল থেকে এক ভ্লগার তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আসামের বাসিন্দা মেয়েটি দুদিন আগে তাঁর ‘প্রেমিকের’ সেখানে ওঠেছিলেন। ওই যুবক কেরালার একটি স্কুলে ছাত্র উপদেষ্টা হিসেবে কর্মকর্তা। পুলিশ তাঁকে খুঁজছে। ডাকাডাকি করে সারা না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই তরুণীর ক্ষতবিক্ষত লাশ
৬ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জড়ো হচ্ছেন ইমরান খানের সমর্থকেরা। নতুন নির্বাচন এবং ইমরানের মুক্তির দাবিতে ইতিমধ্যে আজ মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছে গেছে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক। একপর্যায়ে তাঁরা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি-চকেও পৌঁছে যায়।
৭ ঘণ্টা আগেজানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ত
৭ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালাতে গেলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের জেরেই ছয় মুসলিমের প্রাণহানি ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি
৭ ঘণ্টা আগে