অনলাইন ডেস্ক
পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।
ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রশ্নের জবাবে বলেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলায় জড়িত একটি পক্ষের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে আলোচনা করা সম্ভব নয়।
তিনি ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ৯ মে পিটিআই সমর্থকদের সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে, হামলায় জড়িতদের আগে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল তারা আলোচনার জন্য অনুরোধ করতে পারে।
এ প্রসঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ কায়সার স্থানীয় এআরওয়াই টিভিকে বলেছেন যে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে অভিযোগ করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সেনাবাহিনী বরাবরই ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করছে।
পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।
বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।
ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রশ্নের জবাবে বলেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলায় জড়িত একটি পক্ষের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে আলোচনা করা সম্ভব নয়।
তিনি ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ৯ মে পিটিআই সমর্থকদের সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে, হামলায় জড়িতদের আগে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল তারা আলোচনার জন্য অনুরোধ করতে পারে।
এ প্রসঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ কায়সার স্থানীয় এআরওয়াই টিভিকে বলেছেন যে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে অভিযোগ করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সেনাবাহিনী বরাবরই ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করছে।
ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি সুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স
৪২ মিনিট আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
২ ঘণ্টা আগেট্রাম্প-জেলেনস্কির ব্যর্থ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। আজ রোববার (২ মার্চ) এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছ
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
৬ ঘণ্টা আগে