অনলাইন ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।
রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।
পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
৩ ঘণ্টা আগে