অপেক্ষায় আছি, জামিন না পেলে ইমরানকে আবার গ্রেপ্তার করব: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৩, ১৩: ৩৭
আপডেট : ১২ মে ২০২৩, ১৬: ৫০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আবারও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। স্থানীয় টেলিভিশন দুনিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে। 

গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়। 

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। 

সুপ্রিম কোর্টের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল দুনিয়া টিভিকে রানা সানাউল্লাহ বলেন, ‘সরকার তাঁকে আবারও গ্রেপ্তার করবে। এতে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। ইমরান খান শুক্রবার (আজ) হাইকোর্টে জামিনের জন্য যাবেন। আমরা অপেক্ষায় থাকব এবং তাঁর জামিন আবেদন বাতিল হলে আবারও তাঁকে গ্রেপ্তার করব।’ 

আজ আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে ইমরান খানের। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই। 

পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে পিটিআইয়ের টুইটার পেজে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত