অনলাইন ডেস্ক
পাকিস্তানের করাচিতে জাপানি নাগরিকদের গাড়িকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা হামলা করেছেন এক সশস্ত্র বাহিনীর সদস্য। আজ শুক্রবার আত্মঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ জাপানি নাগরিক। হামলাকারীর সঙ্গে থাকা এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
দিন দিন জঙ্গি সহিংসতা বেড়ে চলেছে পাকিস্তানে। কয়েক দিন আগেও চীনা অভিবাসীদের ওপর ঘন ঘন হামলা করা হয়েছে।
করাচি পুলিশের মুখপাত্র আবরার হুসেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। এই পাঁচ জাপানি কর্মকর্তা তাঁদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যান এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হন।’
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসনা হায়াশী বলেন, ‘একজন জাপানি নাগরিক নিশ্চিতভাবে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানে বসবাসরত জাপানি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জাপান।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পথচারী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
আত্মঘাতী হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং-সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোয়াদর বন্দরের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েক দিন পর এ হামলা চালানো হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেইজিং। কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকেরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।
পাকিস্তানের করাচিতে জাপানি নাগরিকদের গাড়িকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা হামলা করেছেন এক সশস্ত্র বাহিনীর সদস্য। আজ শুক্রবার আত্মঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ জাপানি নাগরিক। হামলাকারীর সঙ্গে থাকা এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
দিন দিন জঙ্গি সহিংসতা বেড়ে চলেছে পাকিস্তানে। কয়েক দিন আগেও চীনা অভিবাসীদের ওপর ঘন ঘন হামলা করা হয়েছে।
করাচি পুলিশের মুখপাত্র আবরার হুসেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। এই পাঁচ জাপানি কর্মকর্তা তাঁদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যান এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হন।’
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসনা হায়াশী বলেন, ‘একজন জাপানি নাগরিক নিশ্চিতভাবে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানে বসবাসরত জাপানি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জাপান।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পথচারী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
আত্মঘাতী হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং-সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোয়াদর বন্দরের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েক দিন পর এ হামলা চালানো হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেইজিং। কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকেরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে