অনলাইন ডেস্ক
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।
উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।
ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার বন্দর নগরী করাচির ছয়তলা ভবনের শপিং মলটির চতুর্থ তলায় ঘটে এ অগ্নিকাণ্ড। এ সময় ৬০ জনেরও বেশি মানুষ মলের ভেতরে ছিল বলে জানা গেছে।
উদ্ধারকার্য পরিচালনাকারী প্রতিষ্ঠান চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শাহিদ হুসেইন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত ৩৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
শাহিদ হুসেইন জানান, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।
ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা বিধি ঠিকভাবে মেনে চলা হয় না বলে পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা সচরাচরই ঘটে বলে অভিযোগ রয়েছে। করাচির পশ্চিমে বালদিয়া শহরে ২০১২ সালে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ২৫০ জন শ্রমিক নিহত হয়েছিল। আগুন লাগলে দ্রুত বের হওয়ার জন্য কোনো দরজা ছিল না সেই ভবনে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে