অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ১১০ কোটি ডলার পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে কর্মকর্তা পর্যায়ে চুক্তি হয়েছে বলে আজ বুধবার রয়টার্স জানিয়েছে। এখন আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে অর্থ পাকিস্তানের রিজার্ভে যোগ হবে।
দেউলিয়া হওয়ার মুখে থাকা পাকিস্তানকে উদ্ধারে গত বছর ৩০০ কোটি ডলার ঋণ দেওয়া নিশ্চিত করে আইএমএফ। ওই ঋণের সর্বশেষ কিস্তি হবে এবারের ১১০ কোটি ডলারের ঋণ। এর মধ্যে আরেক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রকল্পের দ্বিতীয় ও সর্বশেষ নিরীক্ষা শেষে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে স্টাফ লেভেল বা কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয়েছে। এই চুক্তি আইএমএফের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
আইএমএফের ঋণের শর্তগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা গত পাঁচ দিন ধরে নিরীক্ষা করেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বর্তমান চুক্তির মেয়াদ ১১ এপ্রিল শেষ হবে।
দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনীতির আকার ০.২ শতাংশ সঙ্কুচিত হয়েছে। তবে এবার ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস আছে।
গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি ২৩ শতাংশ মূল্যস্ফীতি, ২২ শতাংশ সুদহার ও স্থানীয় মুদ্রার ২২ শতাংশ অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে।
আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে নানা শর্ত মানতে হয়েছে, যার মধ্যে আছে বাজেট সংস্কার, সুদের হার বাড়ানো, আরও কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ আরেকটি দীর্ঘ মেয়াদি বেলআউট চাইবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ১১০ কোটি ডলার পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে কর্মকর্তা পর্যায়ে চুক্তি হয়েছে বলে আজ বুধবার রয়টার্স জানিয়েছে। এখন আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে অর্থ পাকিস্তানের রিজার্ভে যোগ হবে।
দেউলিয়া হওয়ার মুখে থাকা পাকিস্তানকে উদ্ধারে গত বছর ৩০০ কোটি ডলার ঋণ দেওয়া নিশ্চিত করে আইএমএফ। ওই ঋণের সর্বশেষ কিস্তি হবে এবারের ১১০ কোটি ডলারের ঋণ। এর মধ্যে আরেক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রকল্পের দ্বিতীয় ও সর্বশেষ নিরীক্ষা শেষে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে স্টাফ লেভেল বা কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয়েছে। এই চুক্তি আইএমএফের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
আইএমএফের ঋণের শর্তগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা গত পাঁচ দিন ধরে নিরীক্ষা করেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বর্তমান চুক্তির মেয়াদ ১১ এপ্রিল শেষ হবে।
দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনীতির আকার ০.২ শতাংশ সঙ্কুচিত হয়েছে। তবে এবার ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস আছে।
গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি ২৩ শতাংশ মূল্যস্ফীতি, ২২ শতাংশ সুদহার ও স্থানীয় মুদ্রার ২২ শতাংশ অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে।
আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে নানা শর্ত মানতে হয়েছে, যার মধ্যে আছে বাজেট সংস্কার, সুদের হার বাড়ানো, আরও কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ আরেকটি দীর্ঘ মেয়াদি বেলআউট চাইবে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৬ ঘণ্টা আগে