Ajker Patrika

আইএসের হামলায় নিহত ১৩ সেনাকে শ্রদ্ধা জানালেন বাইডেন

অনলাইন ডেস্ক
আইএসের হামলায় নিহত ১৩ সেনাকে শ্রদ্ধা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আফগানিস্তানে আইএসের বোমা হামলায় নিহত ১৩ সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার ডেলোয়ার অঙ্গরাজ্যের ডোভার বিমানবন্দরে তিনি নিহত সেনাদের দেহাবশেষের প্রতি শ্রদ্ধা জানান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের দেহাবশেষ নামানোর পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত সেনাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একজন নারী মাটিতে পড়ে যান। সেনাদের মরদেহ ভ্যানে করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।

নিহত এসব সেনা সদস্য আফগানিস্তান থেকে মার্কিন ও আফগান নাগরিকদের সরিয়ে আনায় সহায়তা করছিলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ১৩ সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় সর্বোচ্চ আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের গেটে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের খোরাসান শাখা। এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন সদস্যসহ ১৩ মার্কিন সেনা নিহত। নিহত বাকিরা মেরিন সেনা। এই হামলায় আফগানিস্তানে ১৬০ জনের বেশি নাগরিক নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত