অনলাইন ডেস্ক
স্বর্গের জমি প্লট আকারে বিক্রি করছে মেক্সিকোর একটি খ্রিষ্টান চার্চ। প্লটগুলোর প্রতি বর্গমিটারের দাম পড়ছে প্রায় ১০০ ডলার। অনলাইনে আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে এবং ভিসা, মাস্টার কার্ডসহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধেরও সুযোগ আছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজ স্বর্গের প্লট বিক্রি নিয়ে ওই খবরটি ভিডিওসহ প্রকাশ করেছে। ভিডিওতে ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ঈশ্বর তাঁকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে প্লট কিনে স্বর্গে তাঁর জায়গাটি পাকাপোক্ত করে নিতে পারেন।
মেট্রো নিউজ জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করে ‘ইগলেসিয়া ডেল ফাইনাল ডি লস টায়েমপোস’ নামের ওই ম্যাক্সিকান চার্চ ইতিমধ্যে লাখ লাখ ডলার আয় করেছে। তবে খবরটি টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে।
খবরটির নিচে একজন মত দিয়েছেন, তিনিও স্বর্গের প্লট কিনতে আগ্রহী। তবে প্লট কেনার আগে তিনি অবশ্যই জায়গাটি একবার ঘুরে দেখতে চান।
আরেকজন অবশ্য বিষয়টি নিয়ে ঈশ্বরের সঙ্গে রসিকতা করার অভিযোগ করেছেন। বলেছেন, ‘এটা নির্ঘাত শয়তানি।’
যা হোক, খোঁজ নিয়ে জানা গেছে—ওই চার্চটি আসলে একটি ব্যঙ্গাত্মক ইভানজেলিক্যাল চার্চ। এটি মূলত দুর্নীতিগ্রস্ত ও ধনী যাজকদের নিয়ে উপহাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চার্চের পেজগুলো খুবই জনপ্রিয়।
চার্চটির নামে ফেসবুকে একটি পেজও আছে। এই পেজে চার্চের প্রসঙ্গে লেখা আছে, এটি শুধু মজা করার জন্য তৈরি হয়েছে। পেজটি উদ্ভট সব খবর প্রকাশের জন্য পরিচিত।
স্বর্গের জমি প্লট আকারে বিক্রি করছে মেক্সিকোর একটি খ্রিষ্টান চার্চ। প্লটগুলোর প্রতি বর্গমিটারের দাম পড়ছে প্রায় ১০০ ডলার। অনলাইনে আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে এবং ভিসা, মাস্টার কার্ডসহ অন্যান্য ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধেরও সুযোগ আছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজ স্বর্গের প্লট বিক্রি নিয়ে ওই খবরটি ভিডিওসহ প্রকাশ করেছে। ভিডিওতে ম্যাক্সিকান ওই চার্চের যাজক দাবি করেছেন, স্বর্গের জমি বেচাকেনা নিয়ে ২০১৭ সালে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ঈশ্বর তাঁকে জমি বিক্রি করার অনুমতি দিয়েছেন। এর ফলে কেউ চাইলে প্লট কিনে স্বর্গে তাঁর জায়গাটি পাকাপোক্ত করে নিতে পারেন।
মেট্রো নিউজ জানিয়েছে, স্বর্গের জমি বিক্রি করে ‘ইগলেসিয়া ডেল ফাইনাল ডি লস টায়েমপোস’ নামের ওই ম্যাক্সিকান চার্চ ইতিমধ্যে লাখ লাখ ডলার আয় করেছে। তবে খবরটি টিকটক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই খবরটি শেয়ার করছেন এবং এতে নানা ধরনের মন্তব্য ভেসে আসছে।
খবরটির নিচে একজন মত দিয়েছেন, তিনিও স্বর্গের প্লট কিনতে আগ্রহী। তবে প্লট কেনার আগে তিনি অবশ্যই জায়গাটি একবার ঘুরে দেখতে চান।
আরেকজন অবশ্য বিষয়টি নিয়ে ঈশ্বরের সঙ্গে রসিকতা করার অভিযোগ করেছেন। বলেছেন, ‘এটা নির্ঘাত শয়তানি।’
যা হোক, খোঁজ নিয়ে জানা গেছে—ওই চার্চটি আসলে একটি ব্যঙ্গাত্মক ইভানজেলিক্যাল চার্চ। এটি মূলত দুর্নীতিগ্রস্ত ও ধনী যাজকদের নিয়ে উপহাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চার্চের পেজগুলো খুবই জনপ্রিয়।
চার্চটির নামে ফেসবুকে একটি পেজও আছে। এই পেজে চার্চের প্রসঙ্গে লেখা আছে, এটি শুধু মজা করার জন্য তৈরি হয়েছে। পেজটি উদ্ভট সব খবর প্রকাশের জন্য পরিচিত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৪ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৬ ঘণ্টা আগে