অনলাইন ডেস্ক
সার বিশ্বেই জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্রষ্টা জর্জ আর আর মার্টিনের মতে, ইউক্রেন-সংকটের টারগারিয়ান কায়দায় সমাধান হলো ‘একটি ড্রাগন’। তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তিনি ড্রাগন দিয়ে ক্রেমলিন জ্বালিয়ে দিতেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে’ গিয়ে আর আর মার্টিন এ মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ আর আর মার্টিন তাঁর লিখিত বই ‘দ্য রাইজ অব ড্রাগন: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অব দ্য টারগারিয়ান ডাইন্যাস্টি’র প্রচারণায় সিবিএসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেন এবং আমার যদি একটি ড্রাগন থাকত, তবে আমি ক্রেমলিনে উড়ে গিয়ে তা জ্বালিয়ে দিতাম।’
জর্জ আর আর মার্টিন বলেন, ‘আমরা যে বিশ্বে বাস করছি, তার দিকে তাকালে আমরা দেখি যে এখানকার অবস্থা ওয়েস্টেরসের চেয়েও খারাপ।’ তিনি আরও বলেন, ‘৫০ ও ৬০-এর দশকেও প্রচুর ডিস্টোপিয়ান উপন্যাস লেখা হতো এবং এরপর আমরা তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং জম্বি ও দুনিয়ার সম্ভাব্য ধ্বংসলীলার দিকে বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করেই আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।’
গেম থ্রোনসের লেখক আরও বলেন, ‘পুরোনো আমলের বইগুলোর মধ্যে দেখবেন, সেখানে পারমাণবিক যুদ্ধ হয় পাশাপাশি এমন কিছু ভালো মানুষ থাকেন, যাঁরা সম্মিলিত হয়ে সভ্যতাকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেই সময়টা ভয়াবহ বলেও সেখানে আশাবাদ ছিল।’ এরপর তিনি প্রশ্ন রাখেন—সেই আশাবাদ কি এখনো আছে? জলবায়ু পরিবর্তনের ইতিবাচক সমাধানের বিষয়ে আমরা কি এখনো আশাবাদী? পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করলে আমরা কী করব? আমরা কী করতে চাই?’
সার বিশ্বেই জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্রষ্টা জর্জ আর আর মার্টিনের মতে, ইউক্রেন-সংকটের টারগারিয়ান কায়দায় সমাধান হলো ‘একটি ড্রাগন’। তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তিনি ড্রাগন দিয়ে ক্রেমলিন জ্বালিয়ে দিতেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে’ গিয়ে আর আর মার্টিন এ মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ আর আর মার্টিন তাঁর লিখিত বই ‘দ্য রাইজ অব ড্রাগন: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অব দ্য টারগারিয়ান ডাইন্যাস্টি’র প্রচারণায় সিবিএসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেন এবং আমার যদি একটি ড্রাগন থাকত, তবে আমি ক্রেমলিনে উড়ে গিয়ে তা জ্বালিয়ে দিতাম।’
জর্জ আর আর মার্টিন বলেন, ‘আমরা যে বিশ্বে বাস করছি, তার দিকে তাকালে আমরা দেখি যে এখানকার অবস্থা ওয়েস্টেরসের চেয়েও খারাপ।’ তিনি আরও বলেন, ‘৫০ ও ৬০-এর দশকেও প্রচুর ডিস্টোপিয়ান উপন্যাস লেখা হতো এবং এরপর আমরা তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং জম্বি ও দুনিয়ার সম্ভাব্য ধ্বংসলীলার দিকে বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করেই আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।’
গেম থ্রোনসের লেখক আরও বলেন, ‘পুরোনো আমলের বইগুলোর মধ্যে দেখবেন, সেখানে পারমাণবিক যুদ্ধ হয় পাশাপাশি এমন কিছু ভালো মানুষ থাকেন, যাঁরা সম্মিলিত হয়ে সভ্যতাকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেই সময়টা ভয়াবহ বলেও সেখানে আশাবাদ ছিল।’ এরপর তিনি প্রশ্ন রাখেন—সেই আশাবাদ কি এখনো আছে? জলবায়ু পরিবর্তনের ইতিবাচক সমাধানের বিষয়ে আমরা কি এখনো আশাবাদী? পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করলে আমরা কী করব? আমরা কী করতে চাই?’
ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাজারো সমর্থক। আজ মঙ্গলবার সকালেই রাজধানীর চারপাশে স্থাপিত ব্যারিকেড ভেঙে ইসলামাবাদে প্রবেশ করেন তারা। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ
৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের প্রচেষ্টা সংক্রান্ত মামলাটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এই মামলা বাতিল করে গতকাল সোমবার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
১ ঘণ্টা আগেপুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছে ইমরান খানের সমর্থকেরা। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা আজ মঙ্গলবার
২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ কারণ ছিল—মুসলিম ভোটের বিভাজন। যার ফলে, রাজ্য বিধানসভার মুসলিম অধ্যুষিত ৩৮টি আসনের একটি বড় অংশকেই শাসক জোটকে পকেটে পুরতে সহায়তা করেছে
৩ ঘণ্টা আগে