অনলাইন ডেস্ক
সরকারি বাসভবনে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাষ্ট্রপতির বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় (০৫ জিএমটি) অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন।
জোভেনেল মোইস (৫৩) ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আছেন। প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের পর মোইস ক্ষমতা গ্রহণ করেন।
মোইস গুরুতর দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। এর জন্য তাঁকে প্রায়শই সহিংস সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছিল। চলতি বছরের শুরুতে রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে তাঁর পদত্যাগ দাবি করা হয়।
হাইতির বিরোধিতারা বলে আসছেন, মার্তেলির পদত্যাগের পর থেকে পাঁচ বছর মেয়াদ হিসাব করলে মোইসের ক্ষমতার মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। কিন্তু মোইস দাবি করছিলেন, তাঁর আরও এক বছর মেয়াদ রয়েছে। কারণ মার্তেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারির আগে তিনি ক্ষমতা গ্রহণ করেননি।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের নির্বাচনের ফল বাতিল হওয়ায় মোইসের ক্ষমতা গ্রহণ এক বছর পিছিয়ে যায়। অবশ্য নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলে মোইসই নির্বাচিত হন।
অভ্যন্তরীণ অস্থিরতা, স্বৈরতন্ত্র এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয়েছে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতি। ২০১০ সালের ভূমিকম্পে দেশটিতে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। অবকাঠামো ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনের ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
সরকারি বাসভবনে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাষ্ট্রপতির বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় (০৫ জিএমটি) অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন।
জোভেনেল মোইস (৫৩) ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আছেন। প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের পর মোইস ক্ষমতা গ্রহণ করেন।
মোইস গুরুতর দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। এর জন্য তাঁকে প্রায়শই সহিংস সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছিল। চলতি বছরের শুরুতে রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে তাঁর পদত্যাগ দাবি করা হয়।
হাইতির বিরোধিতারা বলে আসছেন, মার্তেলির পদত্যাগের পর থেকে পাঁচ বছর মেয়াদ হিসাব করলে মোইসের ক্ষমতার মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। কিন্তু মোইস দাবি করছিলেন, তাঁর আরও এক বছর মেয়াদ রয়েছে। কারণ মার্তেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারির আগে তিনি ক্ষমতা গ্রহণ করেননি।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের নির্বাচনের ফল বাতিল হওয়ায় মোইসের ক্ষমতা গ্রহণ এক বছর পিছিয়ে যায়। অবশ্য নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলে মোইসই নির্বাচিত হন।
অভ্যন্তরীণ অস্থিরতা, স্বৈরতন্ত্র এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয়েছে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতি। ২০১০ সালের ভূমিকম্পে দেশটিতে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। অবকাঠামো ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনের ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১৫ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩৮ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে