অনলাইন ডেস্ক
সরকারি বাসভবনে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাষ্ট্রপতির বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় (০৫ জিএমটি) অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন।
জোভেনেল মোইস (৫৩) ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আছেন। প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের পর মোইস ক্ষমতা গ্রহণ করেন।
মোইস গুরুতর দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। এর জন্য তাঁকে প্রায়শই সহিংস সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছিল। চলতি বছরের শুরুতে রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে তাঁর পদত্যাগ দাবি করা হয়।
হাইতির বিরোধিতারা বলে আসছেন, মার্তেলির পদত্যাগের পর থেকে পাঁচ বছর মেয়াদ হিসাব করলে মোইসের ক্ষমতার মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। কিন্তু মোইস দাবি করছিলেন, তাঁর আরও এক বছর মেয়াদ রয়েছে। কারণ মার্তেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারির আগে তিনি ক্ষমতা গ্রহণ করেননি।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের নির্বাচনের ফল বাতিল হওয়ায় মোইসের ক্ষমতা গ্রহণ এক বছর পিছিয়ে যায়। অবশ্য নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলে মোইসই নির্বাচিত হন।
অভ্যন্তরীণ অস্থিরতা, স্বৈরতন্ত্র এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয়েছে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতি। ২০১০ সালের ভূমিকম্পে দেশটিতে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। অবকাঠামো ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনের ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
সরকারি বাসভবনে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাষ্ট্রপতির বাসভবনে স্থানীয় সময় বেলা ১টায় (০৫ জিএমটি) অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন।
জোভেনেল মোইস (৫৩) ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আছেন। প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের পর মোইস ক্ষমতা গ্রহণ করেন।
মোইস গুরুতর দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। এর জন্য তাঁকে প্রায়শই সহিংস সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছিল। চলতি বছরের শুরুতে রাজধানী এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে তাঁর পদত্যাগ দাবি করা হয়।
হাইতির বিরোধিতারা বলে আসছেন, মার্তেলির পদত্যাগের পর থেকে পাঁচ বছর মেয়াদ হিসাব করলে মোইসের ক্ষমতার মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। কিন্তু মোইস দাবি করছিলেন, তাঁর আরও এক বছর মেয়াদ রয়েছে। কারণ মার্তেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারির আগে তিনি ক্ষমতা গ্রহণ করেননি।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের নির্বাচনের ফল বাতিল হওয়ায় মোইসের ক্ষমতা গ্রহণ এক বছর পিছিয়ে যায়। অবশ্য নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলে মোইসই নির্বাচিত হন।
অভ্যন্তরীণ অস্থিরতা, স্বৈরতন্ত্র এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত হয়েছে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশ হাইতি। ২০১০ সালের ভূমিকম্পে দেশটিতে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। অবকাঠামো ও অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়।
অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনের ২০০৪ সালে হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। ২০১৭ সালের আগে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়নি।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৩৩ মিনিট আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
১ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
১ ঘণ্টা আগে