অনলাইন ডেস্ক
ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’
বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’
এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে।
বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।
ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে রাশিয়ার বিরুদ্ধে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটি থেকে রপ্তানি সীমিত করার ঘোষণা দেওয়ার পর সিএনএন-এর আরলেট সেনজের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি কোনো ধরনের গোয়েন্দা তথ্যের বিষয়ে কথা বলতে যাচ্ছি না, তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তার জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’
বাইডেন জানান, মার্কিন সরকার এর আগেও দেখেছে যে—রাশিয়ার সরকার ২০২০ সালে দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি ওপর ‘স্লো পয়জনের’ প্রয়োগ এবং ২০১৮ সালে ইংল্যান্ডে থাকা সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল।
সংবাদ সম্মেলনে বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
বাইডেন বলেন, ‘জি-৭ রাশিয়ার দুর্নীতিগ্রস্ত ধনকুবেরদেরও ওপর চাপ বাড়াচ্ছে। আমরা রুশ অভিজাত শ্রেণি ও তাঁদের পরিবারগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করছি। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াচ্ছি।’
এ ছাড়া, ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়াকে তাঁদের ‘মোস্ট ফেভারড নেশনে’র তালিকা থেকে বাদ দেবে।
বাইডেনের ধারণা, এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তাঁর কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১৭ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে