অনলাইন ডেস্ক
ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা নেওয়ার পর অনেকের হৃদযন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে। তাঁদের বেশির ভাগের বয়সই ৩০ বছরের কম। তবে এটিকে অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সিডিসির গবেষণায় ১ হাজার ২২৬ জনের বেশি মার্কিনের হৃদ্যন্ত্রে বিরল প্রদাহ সম্পর্কিত তথ্য উঠে এসেছে। তাঁরা সবাই ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩২৩ জনের বয়স ২৯ বছরের কম। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে ২৬৭ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৮২৭ জনের প্রদাহ হয়েছে। বাকি ১৩২ জনের টিকা নেওয়ার পরে প্রদাহ শুরুর সময় জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসির গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদাহের কারণে ৩০৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১৯ জুন পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ২৯৫ জন হাসপাতাল ছেড়েছেন। এই দুই প্রতিষ্ঠানের টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি প্রদাহের ঝুঁকিতে থাকেন ১৬ বছরের কম বয়সী এবং পুরুষেরা। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে প্রদাহের মাত্রা বাড়ার আশঙ্কাও বেশি।
এ গবেষণার তথ্য তুলে ধরে গতকাল বুধবার (২৩ জুন) সিডিসি একটি স্লাইড শো করেছে। উপস্থাপনায় বলা হয়, হৃদপেশীগুলোর এ প্রদাহ হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরের আস্তরণে একই ভাবে প্রদাহ সৃষ্টি করে। একে একটি অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে সিডিসি, স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদপ্তর এবং একাধিক শীর্ষস্থানীয় চিকিৎসক, নার্স।
শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা গতকাল বুধবার জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের পর খুব কম লোকের শরীরেই এ লক্ষণ দেখা দেয়। এ ছাড়া করোনা আক্রান্তদের শরীরে যে হৃদ্যন্ত্রের প্রদাহ দেখা যায় তার চেয়ে এই প্রদাহ কিছুটা মৃদু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমনিতেই বা ন্যূনতম চিকিৎসায় এ প্রদাহ কমে যায়। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা গ্রহণের পর এ লক্ষণ দেখা দিলে অবস্থা মারাত্মক হতে পারে।
ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা নেওয়ার পর অনেকের হৃদযন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে। তাঁদের বেশির ভাগের বয়সই ৩০ বছরের কম। তবে এটিকে অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সিডিসির গবেষণায় ১ হাজার ২২৬ জনের বেশি মার্কিনের হৃদ্যন্ত্রে বিরল প্রদাহ সম্পর্কিত তথ্য উঠে এসেছে। তাঁরা সবাই ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩২৩ জনের বয়স ২৯ বছরের কম। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে ২৬৭ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৮২৭ জনের প্রদাহ হয়েছে। বাকি ১৩২ জনের টিকা নেওয়ার পরে প্রদাহ শুরুর সময় জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসির গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদাহের কারণে ৩০৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১৯ জুন পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ২৯৫ জন হাসপাতাল ছেড়েছেন। এই দুই প্রতিষ্ঠানের টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি প্রদাহের ঝুঁকিতে থাকেন ১৬ বছরের কম বয়সী এবং পুরুষেরা। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে প্রদাহের মাত্রা বাড়ার আশঙ্কাও বেশি।
এ গবেষণার তথ্য তুলে ধরে গতকাল বুধবার (২৩ জুন) সিডিসি একটি স্লাইড শো করেছে। উপস্থাপনায় বলা হয়, হৃদপেশীগুলোর এ প্রদাহ হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরের আস্তরণে একই ভাবে প্রদাহ সৃষ্টি করে। একে একটি অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে সিডিসি, স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদপ্তর এবং একাধিক শীর্ষস্থানীয় চিকিৎসক, নার্স।
শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা গতকাল বুধবার জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের পর খুব কম লোকের শরীরেই এ লক্ষণ দেখা দেয়। এ ছাড়া করোনা আক্রান্তদের শরীরে যে হৃদ্যন্ত্রের প্রদাহ দেখা যায় তার চেয়ে এই প্রদাহ কিছুটা মৃদু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমনিতেই বা ন্যূনতম চিকিৎসায় এ প্রদাহ কমে যায়। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা গ্রহণের পর এ লক্ষণ দেখা দিলে অবস্থা মারাত্মক হতে পারে।
লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩৩ মিনিট আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
১ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১০ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
১১ ঘণ্টা আগে