অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করেছে এক চোর। ঘটনার সময় মার্কিন অভিনেতার গাড়ির একটি যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল চোরটি।
সোমবার বিবিসি জানিয়েছে, গত শনিবার ৩৭ বছর বয়সী অভিনেতার পার্ক করে রাখা গাড়ির ক্যাটালিক কনভারটার চুরি করছিল তিন চোর। এ সময় অভিনেতা তাঁদের বাধা দিতে গেলে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভ্যারাইটি ম্যাগাজিনের কাছে ওয়াক্টরকে একজন ‘অসামান্য মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর এজেন্ট ডেভিড শাউল। অভিনেতার প্রসঙ্গে বলতে গিয়ে শাউল বলেন, ‘সত্যি বললে, তিনি আপনাকে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দেবেন। এক দশকেরও বেশি সময় একসঙ্গে থাকার পর তিনি আমাদের হৃদয়ে একটি ছিদ্র রেখে চিরতরে চলে গেলেন।’
ওয়াক্টরের মা স্কারলেট এনবিসি-ফোরকে জানিয়েছেন, তাঁর ছেলে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, একজন তাঁর গাড়িতে কিছু একটা করছে। বিষয়টিকে খুব হালকাভাবেই নিয়েছিলেন অভিনেতা। তাই বিপদের কোনো আশঙ্কা না করেই তিনি এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন—এখানে কী হচ্ছে?
মা জানান, এ ঘটনার পরই আচমকা গুলি করা হয় তাঁর ছেলেকে। পরে কথিত ওই চোর তাঁর দুই সঙ্গীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছেলের হত্যাকাণ্ডকে ‘নির্বোধের কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন স্কারলেট। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াক্টরের ভাই গ্র্যান্ট লস অঞ্জেলেস টাইমসকে জানিয়েছেন, গত শনিবার বারটেন্ডার হিসাবে কাজ করছিলেন অভিনেতা। সেখানকার এক সহকর্মীকে নিয়েই তিনি গাড়ির দিকে যাচ্ছিলেন। ভাইয়ের সম্পর্কে বলতে গিয়ে গ্র্যান্ট বলেন, ‘সে ছিল আমার দেখা সবচেয়ে ক্যারিশমাটিক লোক। সে তাঁর নিজের মতো করেই জীবন কাটিয়েছে। যা চেয়েছে, ঠিক তাই করেছে। এমনকি তাঁর শেষ দিন পর্যন্ত। সে হেঁটে হেঁটে চলে গেল!’
মার্কিন সোপ অপেরা ‘জেনারেল হাসপাতালে’ ব্র্যান্ডো করবিনের ভূমিকায় দুই বছরের বেশি সময় কাজ করেছেন ওয়াক্টর। পাশাপাশি ২০১৩ সালের এনবিসি সিরিজ সাইবেরিয়াতেও অভিনয় করেছিলেন তিনি। এইচবিওর ওয়েস্ট ওয়ার্ল্ডের দুটি পর্বেও তাঁকে দেখা গেছে।
গাড়িতে থাকা ক্যাটালিটিক কনভারটার চোরদের জন্য মূল্যবান বস্তু। কারণ এটিতে বিক্রি করার মতো মূল্যবান ধাতু রয়েছে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বুধবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
৩ ঘণ্টা আগে