অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির সেই ফোনালাপে যুক্ত ছিলেন ইলন মাস্কও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরদিন তাঁকে টেলিফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার হওয়া ২৫ মিনিটের সেই ফোনালাপে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে এর বিস্তারিত জানাননি। এদিকে, মাস্ক ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন।
মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কোম্পানি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সেবা প্রদান করে থাকে। এই সেবা ইউক্রেনের প্রতিরক্ষা প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে মাস্কের কিছু মন্তব্য কিয়েভকে ক্ষুব্ধ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে স্যাটেলাইট কতটা গুরুত্বপূর্ণ ছিল—তা নিয়ে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। তখন ট্রাম্প তাঁকে জানান, ইলন মাস্ক তাঁর সঙ্গেই আছেন এবং এরপর মাস্ককে টেলিফোন আলাপে যুক্ত করেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, মাস্ক যখন ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাসভবন ও ক্লাব মার-এ-লাগোতে অবস্থান করছিলেন, ঠিক তখনই এই ফোনালাপটি হয়। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার তহবিল জুগিয়েছেন এবং বিভিন্ন জনসমাবেশে তাঁর পাশে উপস্থিত হয়েছেন।
ট্রাম্প এর আগে বলেছেন, তিনি মাস্ককে প্রশাসনে একটি ভূমিকা দিতে পারেন, যেখানে মাস্ক সরকারি কার্যক্রমে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবেন। তবে মাস্ক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের প্রচারণা দলও ব্যক্তিগত বৈঠক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপারে সমালোচনামূলক অবস্থানের পরও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে অভিনন্দন জানানোর মধ্যে প্রথম কয়েকজন বিশ্বনেতাদের মধ্যেই ছিলেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা চলমান থাকবে।
জেলেনস্কি লিখেন, ‘আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা ও সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে একমত হয়েছি। বিশ্বেও একটি ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও অটুট নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির সেই ফোনালাপে যুক্ত ছিলেন ইলন মাস্কও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরদিন তাঁকে টেলিফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার হওয়া ২৫ মিনিটের সেই ফোনালাপে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে এর বিস্তারিত জানাননি। এদিকে, মাস্ক ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন।
মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কোম্পানি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ সেবা প্রদান করে থাকে। এই সেবা ইউক্রেনের প্রতিরক্ষা প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে মাস্কের কিছু মন্তব্য কিয়েভকে ক্ষুব্ধ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে স্যাটেলাইট কতটা গুরুত্বপূর্ণ ছিল—তা নিয়ে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। তখন ট্রাম্প তাঁকে জানান, ইলন মাস্ক তাঁর সঙ্গেই আছেন এবং এরপর মাস্ককে টেলিফোন আলাপে যুক্ত করেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য বলছে, মাস্ক যখন ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাসভবন ও ক্লাব মার-এ-লাগোতে অবস্থান করছিলেন, ঠিক তখনই এই ফোনালাপটি হয়। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কয়েক মিলিয়ন ডলার তহবিল জুগিয়েছেন এবং বিভিন্ন জনসমাবেশে তাঁর পাশে উপস্থিত হয়েছেন।
ট্রাম্প এর আগে বলেছেন, তিনি মাস্ককে প্রশাসনে একটি ভূমিকা দিতে পারেন, যেখানে মাস্ক সরকারি কার্যক্রমে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবেন। তবে মাস্ক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের প্রচারণা দলও ব্যক্তিগত বৈঠক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপারে সমালোচনামূলক অবস্থানের পরও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পকে অভিনন্দন জানানোর মধ্যে প্রথম কয়েকজন বিশ্বনেতাদের মধ্যেই ছিলেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা চলমান থাকবে।
জেলেনস্কি লিখেন, ‘আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা ও সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে একমত হয়েছি। বিশ্বেও একটি ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও অটুট নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সাংবাদিকতার জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক বছরগুলোর একটি হয়ে উঠেছে ২০২৪ সাল। আজ বৃহস্পতিবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর শিকার সাংবাদিকদের এক-তৃতীয়াংশ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ তথ্য স্বাধীন সাংবাদিকতার ওপর চলমান...
১ ঘণ্টা আগেইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রুভেন রিভলিন দাবি করেছেন, প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ মনে করতেন—প্রত্যেক ইসরায়েলিই হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীদের বংশধর। গত রোববার লন্ডনে ইসরায়েলি বিশ্ববিদ্যালয় টেকনিওন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির ১০০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন...
২ ঘণ্টা আগেএক বছরেরও বেশি সময় ধরে আপত্তি জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি দাবি মেনে নিয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজায় অবস্থান করবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার আরব...
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে এই প্রাপ্তির জন্য তাঁকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস তাঁর পাঠকদের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘ঐতিহাসিক পুনরুত্থান,
৩ ঘণ্টা আগে