বাড়ির আকাশসীমায় উড়োজাহাজ, সরিয়ে নেওয়া হলো জো বাইডেনকে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২২, ১২: ৪৩
আপডেট : ০৫ জুন ২০২২, ১২: ৪৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৈকতবাড়ির (বিচ হাউস হিসেবে পরিচিত) আকাশসীমায় ছোট একটি ব্যক্তিগত উড়োজাহাজ ‘ভুলবশত’ ঢুকে পড়েছিল। এর পরই নিরাপত্তাজনিত কারণে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে সংক্ষিপ্ত সময়ের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। 

এ ঘটনা হামলা বা তেমন কিছু নয় বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন। সেখানে কোনো হামলা হয়নি। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আবার বিচ হাউসে ফিরে গেছেন।’ 

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের রেহোবোথ বিচে প্রেসিডেন্টের সৈকতবাড়িটি অবস্থিত। এটি ওয়াশিংটন থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব দিকে। 

প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস জানিয়েছে, ‘উড়োজাহাজটি ভুলবশত একটি নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়েছিল। প্রায় সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিকে বের করে দেওয়া হয়েছে।’ 

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, ‘ভুল করার কারণ হচ্ছে, উড়োজাহাজটির পাইলট সঠিক রেডিও চ্যানেলে ছিলেন না এবং তিনি ফ্লাইট নির্দেশিকা অনুসরণ করছিলেন না।’ অভিযুক্ত পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত