অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত দুই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করার লক্ষ্যে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে প্রথমবার এই বিষয়ে খবর প্রকাশ করেছিল। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ট্রাম্পের নজিরবিহীন এই নির্দেশ কার্যকর হলে দেশজুড়ে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ছাত্র ও পরিবারগুলোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং অনুদান কর্মসূচি বিতরণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার প্রবেশাধিকার এবং গুণমানের সমতা নিশ্চিত করা বিষয়টি নিশ্চিত করে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে এসব কার্যক্রমের আর কোনো অস্তিত্ব থাকবে না।
অ্যাক্সিওসের কাছে আসা হোয়াইট হাউসের এক মেমো অনুসারে এই নির্বাহী আদেশটি শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করতে এবং শিক্ষা বিষয়ক কর্তৃত্ব রাজ্যগুলোতে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ নির্দেশ দেবে। একই সঙ্গে ‘আমেরিকানরা যে পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভর করে থাকে সেগুলোর নিরবচ্ছিন্ন বিতরণ’ নিশ্চিত করারও নির্দেশ দেবে।
মেমো অনুসারে, আদেশটি আরও ‘নির্দেশনা দেয় যে, শিক্ষা বিভাগের অবশিষ্ট তহবিল প্রাপ্ত কর্মসূচি বা কার্যকলাপগুলো লিঙ্গভিত্তিক মতাদর্শকে এগিয়ে নেবে না।’ এই নির্দেশটি ফেডারেল বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো শেষ করার জন্য ট্রাম্পের নির্বাহী আদেশেরই ধারাবাহিকতা।
ম্যাকমাহন এ মাসের শুরুতে ফক্স নিউজকে বলেছিলেন, শিক্ষা বিভাগে ব্যাপক কর্মী ছাঁটাই সংস্থাটি সম্পূর্ণ বন্ধে ট্রাম্পের পরিকল্পনার প্রথম পদক্ষেপ। ট্রাম্পের এই নির্বাহী আদেশ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে অঙ্গরাজ্যগুলোর সরকারি শিক্ষা ব্যবস্থায় ফেডারেল তদারকি অপসারণ করা হবে।
তবে ফেডারেল সরকারের কোনো মন্ত্রণালয় বন্ধ করার জন্য কংগ্রেসের পদক্ষেপের প্রয়োজন হবে এবং উচ্চকক্ষ সিনেটে সম্ভবত ৬০টি ভোট পেতে হবে। রিপাবলিকানদের সিনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যা এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির কলেজ অফ এডুকেশনের শিক্ষা নীতি বিষয়ক অধ্যাপক জোশ কাউয়েন একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছেন, কংগ্রেসের কর্তৃত্বকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা প্রায় নিশ্চিতভাবে আইনি চ্যালেঞ্জ তৈরি করবে। শিক্ষা বিভাগে ২০২৪ অর্থবছরে ২৬৮ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট ছিল এবং ৪ হাজারের বেশি কর্মী আছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে পরিচিত দুই প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করার লক্ষ্যে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে প্রথমবার এই বিষয়ে খবর প্রকাশ করেছিল। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ট্রাম্পের নজিরবিহীন এই নির্দেশ কার্যকর হলে দেশজুড়ে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ছাত্র ও পরিবারগুলোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং অনুদান কর্মসূচি বিতরণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার প্রবেশাধিকার এবং গুণমানের সমতা নিশ্চিত করা বিষয়টি নিশ্চিত করে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে এসব কার্যক্রমের আর কোনো অস্তিত্ব থাকবে না।
অ্যাক্সিওসের কাছে আসা হোয়াইট হাউসের এক মেমো অনুসারে এই নির্বাহী আদেশটি শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করতে এবং শিক্ষা বিষয়ক কর্তৃত্ব রাজ্যগুলোতে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ নির্দেশ দেবে। একই সঙ্গে ‘আমেরিকানরা যে পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভর করে থাকে সেগুলোর নিরবচ্ছিন্ন বিতরণ’ নিশ্চিত করারও নির্দেশ দেবে।
মেমো অনুসারে, আদেশটি আরও ‘নির্দেশনা দেয় যে, শিক্ষা বিভাগের অবশিষ্ট তহবিল প্রাপ্ত কর্মসূচি বা কার্যকলাপগুলো লিঙ্গভিত্তিক মতাদর্শকে এগিয়ে নেবে না।’ এই নির্দেশটি ফেডারেল বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো শেষ করার জন্য ট্রাম্পের নির্বাহী আদেশেরই ধারাবাহিকতা।
ম্যাকমাহন এ মাসের শুরুতে ফক্স নিউজকে বলেছিলেন, শিক্ষা বিভাগে ব্যাপক কর্মী ছাঁটাই সংস্থাটি সম্পূর্ণ বন্ধে ট্রাম্পের পরিকল্পনার প্রথম পদক্ষেপ। ট্রাম্পের এই নির্বাহী আদেশ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে অঙ্গরাজ্যগুলোর সরকারি শিক্ষা ব্যবস্থায় ফেডারেল তদারকি অপসারণ করা হবে।
তবে ফেডারেল সরকারের কোনো মন্ত্রণালয় বন্ধ করার জন্য কংগ্রেসের পদক্ষেপের প্রয়োজন হবে এবং উচ্চকক্ষ সিনেটে সম্ভবত ৬০টি ভোট পেতে হবে। রিপাবলিকানদের সিনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যা এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির কলেজ অফ এডুকেশনের শিক্ষা নীতি বিষয়ক অধ্যাপক জোশ কাউয়েন একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছেন, কংগ্রেসের কর্তৃত্বকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা প্রায় নিশ্চিতভাবে আইনি চ্যালেঞ্জ তৈরি করবে। শিক্ষা বিভাগে ২০২৪ অর্থবছরে ২৬৮ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট ছিল এবং ৪ হাজারের বেশি কর্মী আছে।
মিয়ানমারের কাচিন রাজ্যের বিরল মৃত্তিকা খনি অঞ্চলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এক জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) এবং মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে সংঘাত চলছে।
৯ ঘণ্টা আগেসিবিআইয়ের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, ১৪ সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড (স্ত্রীরোগ, অর্থোপেডিকস ও ডিএনএ বিশেষজ্ঞ সমন্বয়ে) স্পষ্ট করে বলেছে, এখানে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেনি। তাই সিবিআই এখন প্রমাণ নষ্ট করা এবং এই মামলায় সম্ভাব্য কোনো ষড়যন্ত্র ছিল কি না, সেটা তদন্ত করছে। আদালত কলকাতা পুলিশের আগের তদন্
১০ ঘণ্টা আগেমিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে জেনারেল হাসপাতালের ডাক্তার ক্যাও জিন এ তথ্য নিশ্চিত করেছেন। এই ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের পাশের দেশ থাইল্যান্ডেও অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগেমিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান পর্যন্ত বিস্তৃত হয়েছে।
১৪ ঘণ্টা আগে