কিংবদন্তি ৫ মুসলিম ভ্রমণলেখক

মুফতি আবু আবদুল্লাহ আহমদ 
Thumbnail image
ছবি: সংগৃহীত

মানবসভ্যতার ইতিহাসে ভ্রমণ বরাবরই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ভ্রমণের মাধ্যমে মানুষ শুধু অজানা স্থান অন্বেষণ করে না; বরং জ্ঞানার্জন, সংস্কৃতির সংযোগ ও ঐতিহ্য বিস্তারে অবদান রাখে। ইসলামি সভ্যতার বিস্তারে ভ্রমণকারীদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইতিহাসের পাতায় কয়েকজন মুসলিম পরিব্রাজক রয়েছেন, যাঁরা তাঁদের ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের দিগন্ত উন্মোচন করেছেন। এখানে ৫ কিংবদন্তি পরিব্রাজকের কথা তুলে ধরা হলো—

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুহাম্মদ আসাদ

মুহাম্মদ আসাদ ছিলেন একজন ইহুদি সাংবাদিক, যিনি ইসলাম গ্রহণের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাঁর জন্ম ১৯০০ সালে, অস্ট্রিয়ার লেমবার্গ শহরে। ইসলাম গ্রহণের আগে তিনি লিওপোল্ড ওয়েইস নামে পরিচিত ছিলেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তিনি মুসলিম জীবনধারা ও সমাজ সম্পর্কে গভীর আগ্রহী হয়ে ওঠেন। ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন বিখ্যাত গ্রন্থ ‘দ্য রোড টু মক্কা’। বইটি শুধু তাঁর ভ্রমণকাহিনি নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি, সংস্কৃতি ও ইসলামের গভীর তাত্ত্বিক ব্যাখ্যা দেয়। মুহাম্মদ আসাদ পাকিস্তানের সাংবিধানিক কাঠামো তৈরিতে সহায়তা করেন এবং পাকিস্তানের প্রথম পররাষ্ট্রনীতি তৈরিতে ভূমিকা রাখেন। তিনি প্রমাণ করেছেন, ভ্রমণ শুধু অভিজ্ঞতা নয়, এটি বৃহত্তর মানবিক সংযোগের মাধ্যম।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এভলিয়া চেলেবি

এভলিয়া চেলেবি ছিলেন ১৭ শতকের অটোমান সাম্রাজ্যের একজন বিখ্যাত পরিব্রাজক ও লেখক। জীবনের বেশির ভাগ সময় তিনি সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে কাটিয়েছেন। তাঁর অসামান্য কাজ ‘সেয়াহাতনামা’ ভ্রমণসাহিত্যের অনন্য নিদর্শন। বইটিতে তিনি শুধু উসমানি সাম্রাজ্যের ভূগোল বর্ণনা করেননি; বরং স্থানীয় মানুষের জীবনধারা, উৎসব, ঐতিহ্য ও অর্থনৈতিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তাঁর রচনাগুলো শুধু ঐতিহাসিক তথ্যের উৎস নয়, বরং জীবন্ত বর্ণনামূলক সাহিত্যের উদাহরণ। এভলিয়া চেলেবির রচনায় হাস্যরস ও বাস্তব অভিজ্ঞতা পাঠকদের জন্য এই গ্রন্থকে বিশেষভাবে আকর্ষণীয় করেছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবনে ফাদলান

দশম শতকের আরব পরিব্রাজক ইবনে ফাদলান ছিলেন আব্বাসীয় খলিফার একজন প্রতিনিধি। ৯২২ সালে তিনি উত্তর ইউরোপে ভলগা বুলগারদের অঞ্চলে কূটনৈতিক মিশনে যান। তাঁর ভ্রমণকাহিনিতে ভাইকিং সভ্যতার বিশদ বিবরণ পাওয়া যায়। ইবনে ফাদলানের লেখা প্রাচীন স্ক্যান্ডিনেভীয় সংস্কৃতির ওপর আলোকপাত করে। তিনি বুলগার, তুর্কি ও ভাইকিংদের ধর্মীয় আচার-অনুষ্ঠান, সামাজিক নিয়মাবলি এবং অর্থনৈতিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরেন। এ বিবরণ শুধু ইসলামি বিশ্ব নয়, ইউরোপীয় ইতিহাস গবেষকদের জন্য অমূল্য উৎস।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবনে বতুতা

বিশ্বের অন্যতম মহান পরিব্রাজক ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তাঞ্জিয়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি হজ পালনের জন্য ১৩২৫ সালে ভ্রমণ শুরু করেন। কিন্তু তাঁর এই যাত্রা হজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরপর প্রায় ৩০ বছরে তিনি আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীন ভ্রমণ করেন। ইবনে বতুতার ভ্রমণকাহিনি ‘রিহলা’ একটি জীবনী নয়, এটি মধ্যযুগীয় মুসলিম বিশ্বের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থার দলিল। তিনি তাঁর ভ্রমণকালে বিভিন্ন রাজা, শাসক এবং ধর্মীয় পণ্ডিতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর ভ্রমণকাহিনি থেকে আমরা মুসলিম সভ্যতার বিস্তৃতি ও বৈচিত্র্যের কথা জানতে পারি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবনে খালদুন

ইবনে খালদুন ছিলেন একজন দার্শনিক, ঐতিহাসিক ও পরিব্রাজক। ১৩৩২ সালে উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় জন্মগ্রহণ করা এই মহান মনীষী ইতিহাস, সমাজবিজ্ঞান ও অর্থনীতির ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। তাঁর রচিত ‘মুকাদ্দিমা’ গ্রন্থে তিনি মানবসভ্যতার বিবর্তন, সংস্কৃতি ও সমাজকাঠামোর বিশ্লেষণ করেছেন। ইবনে খালদুন বিশ্বাস করতেন, প্রতিটি সভ্যতার একটি নির্দিষ্ট জীবনচক্র রয়েছে। তিনি বিভিন্ন অঞ্চল ও সভ্যতা ভ্রমণ করে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করেন। তাঁর এই গবেষণা আধুনিক সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত