হুসাইন আহমদ
রোজা মানুষের দৈহিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। রোজা সংযম, সহিষ্ণুতা ও আত্মশুদ্ধি শেখায়। এ জন্য রমজান মাসকে মহানবী (সা.) বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস বলে অভিহিত করেছেন। কোরআন-হাদিসে রোজা ও রমজান মাসের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। সেসব ফজিলত কমবেশি আমাদের জানা থাকলেও রোজাকে পবিত্র ও ত্রুটিমুক্ত রাখার খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলনামূলক কম জানি। অথচ রোজার সওয়াব ও প্রতিদান লাভের জন্য তা জানা এবং সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। নবী (সা.) বলেছেন, ‘অনেক রোজাদার এমন আছে, যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া কিছুই অর্জিত হয় না। আর অনেক রাত জেগে ইবাদতকারী এমন আছে, যাদের রাত জাগা ছাড়া কিছুই অর্জিত হয় না।’ (মিশকাত: ১১৭)
রোজা অবস্থায় যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি, তা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক এখানে তুলে ধরা হলো—
অজু-গোসল
রোজা অবস্থায় অজু ও গোসলের সময় সতর্ক থাকতে হবে। নাক-কান ও গলার ভেতরে যাতে কোনোভাবে পানি ঢুকে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদি পানি পেটে চলে যায়, তবে ওই রোজার কাজা আদায় করতে হবে। তবে হ্যাঁ, অনিচ্ছাকৃত হওয়ায় কাফফারা লাগবে না। (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৬ / ২৬০, ফতোয়ায়ে খানিয়া: ১ / ২০৯, ফতোয়ায়ে হিন্দিয়া: ১ / ২০২)
ইনজেকশন
রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া। শারীরিক শক্তি বাড়ানোর জন্য ছাড়া অন্য যেকোনো কারণে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। চাই তা মাংসে নেওয়া হোক বা রগে নেওয়া হোক। কারণ ইনজেকশনের সাহায্যে দেহের অভ্যন্তরে প্রবেশকৃত ওষুধ মাংস বা রগের মাধ্যমেই প্রবেশ করানো হয়ে থাকে, যা অস্বাভাবিক প্রবেশপথ। তাই এটি রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ নয়। (ইবনে আবিদিন: ২ / ৩৯৫, আপকে মাসায়েল আওর উনকা হল: ৩ / ২১৪)
ইনসুলিন
রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করলে সমস্যা নেই। রোজা রেখে ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করানো হয় না এবং খালি জায়গায়ও প্রবেশ করানো হয় না। (ইবনে আবিদিন: ৩ / ৩৬৭; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান: ৩২৭)
চোখের ড্রপ
রোজা অবস্থায় চোখে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করা যাবে। এতে কোনো অসুবিধা নেই। কারণ চোখ থেকে সরাসরি পাকস্থলীতে পৌঁছার কোনো পথ নেই। তবে চোখ থেকে নাক হয়ে গলায় কোনো কিছু পৌঁছে যেতে পারে, এর কিছুটা আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। স্বাভাবিকভাবে সমস্যা নেই। যেমন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করেছেন। (ইবনে মাজাহ: ১৬৮৭)
নাকের ড্রপ
রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। চিকিৎসাবিজ্ঞান প্রমাণ করেছে, নাকে কোনো ধরনের ড্রপ বা ওষুধ ব্যবহার করলে তা সরাসরি পাকস্থলীতে পৌঁছে যেতে পারে। তাই রোজা অবস্থায় নাকে ড্রপ বা তেল ব্যবহার করা যাবে না। রোজা ভেঙে যাবে। যেমন রাসুল (সা.) হজরত লাকিত ইবনে সাবুরাকে (রা.) বলেছেন, ‘তুমি অজু পরিপূর্ণ করো, তোমার আঙুলগুলো খিলাল করো এবং নাকে ভালো করে পানি দাও। তবে হ্যাঁ, রোজাদার হলে নাকে পানি দিও না।’ (তিরমিজি: ৭৭৮)
ডায়াবেটিস পরীক্ষা
রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে। কারণ রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙে না। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ, যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা কষ্টকর হয়ে যায়। এরপর ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। (বুখারি: ১৯৩৬ ও ১৯৪০, আল-বাহরুর রায়েক: ২ / ২৭৩)
লেখক: মাদ্রাসাশিক্ষক
রোজা মানুষের দৈহিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। রোজা সংযম, সহিষ্ণুতা ও আত্মশুদ্ধি শেখায়। এ জন্য রমজান মাসকে মহানবী (সা.) বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস বলে অভিহিত করেছেন। কোরআন-হাদিসে রোজা ও রমজান মাসের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। সেসব ফজিলত কমবেশি আমাদের জানা থাকলেও রোজাকে পবিত্র ও ত্রুটিমুক্ত রাখার খুঁটিনাটি বিষয়গুলো আমরা তুলনামূলক কম জানি। অথচ রোজার সওয়াব ও প্রতিদান লাভের জন্য তা জানা এবং সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। নবী (সা.) বলেছেন, ‘অনেক রোজাদার এমন আছে, যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া কিছুই অর্জিত হয় না। আর অনেক রাত জেগে ইবাদতকারী এমন আছে, যাদের রাত জাগা ছাড়া কিছুই অর্জিত হয় না।’ (মিশকাত: ১১৭)
রোজা অবস্থায় যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি, তা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক এখানে তুলে ধরা হলো—
অজু-গোসল
রোজা অবস্থায় অজু ও গোসলের সময় সতর্ক থাকতে হবে। নাক-কান ও গলার ভেতরে যাতে কোনোভাবে পানি ঢুকে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদি পানি পেটে চলে যায়, তবে ওই রোজার কাজা আদায় করতে হবে। তবে হ্যাঁ, অনিচ্ছাকৃত হওয়ায় কাফফারা লাগবে না। (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৬ / ২৬০, ফতোয়ায়ে খানিয়া: ১ / ২০৯, ফতোয়ায়ে হিন্দিয়া: ১ / ২০২)
ইনজেকশন
রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া। শারীরিক শক্তি বাড়ানোর জন্য ছাড়া অন্য যেকোনো কারণে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। চাই তা মাংসে নেওয়া হোক বা রগে নেওয়া হোক। কারণ ইনজেকশনের সাহায্যে দেহের অভ্যন্তরে প্রবেশকৃত ওষুধ মাংস বা রগের মাধ্যমেই প্রবেশ করানো হয়ে থাকে, যা অস্বাভাবিক প্রবেশপথ। তাই এটি রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ নয়। (ইবনে আবিদিন: ২ / ৩৯৫, আপকে মাসায়েল আওর উনকা হল: ৩ / ২১৪)
ইনসুলিন
রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করলে সমস্যা নেই। রোজা রেখে ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করানো হয় না এবং খালি জায়গায়ও প্রবেশ করানো হয় না। (ইবনে আবিদিন: ৩ / ৩৬৭; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান: ৩২৭)
চোখের ড্রপ
রোজা অবস্থায় চোখে ড্রপ বা তরল ওষুধ ব্যবহার করা যাবে। এতে কোনো অসুবিধা নেই। কারণ চোখ থেকে সরাসরি পাকস্থলীতে পৌঁছার কোনো পথ নেই। তবে চোখ থেকে নাক হয়ে গলায় কোনো কিছু পৌঁছে যেতে পারে, এর কিছুটা আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। স্বাভাবিকভাবে সমস্যা নেই। যেমন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করেছেন। (ইবনে মাজাহ: ১৬৮৭)
নাকের ড্রপ
রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। চিকিৎসাবিজ্ঞান প্রমাণ করেছে, নাকে কোনো ধরনের ড্রপ বা ওষুধ ব্যবহার করলে তা সরাসরি পাকস্থলীতে পৌঁছে যেতে পারে। তাই রোজা অবস্থায় নাকে ড্রপ বা তেল ব্যবহার করা যাবে না। রোজা ভেঙে যাবে। যেমন রাসুল (সা.) হজরত লাকিত ইবনে সাবুরাকে (রা.) বলেছেন, ‘তুমি অজু পরিপূর্ণ করো, তোমার আঙুলগুলো খিলাল করো এবং নাকে ভালো করে পানি দাও। তবে হ্যাঁ, রোজাদার হলে নাকে পানি দিও না।’ (তিরমিজি: ৭৭৮)
ডায়াবেটিস পরীক্ষা
রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে। কারণ রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙে না। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ, যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা কষ্টকর হয়ে যায়। এরপর ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ ঢুকিয়ে যে রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। (বুখারি: ১৯৩৬ ও ১৯৪০, আল-বাহরুর রায়েক: ২ / ২৭৩)
লেখক: মাদ্রাসাশিক্ষক
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
৯ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১০ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
১০ ঘণ্টা আগে