মাসিক ১০ হাজার টাকায় মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ

চাকরি ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৪: ৫৬
Thumbnail image
ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ইন্টার্নশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই ইন্টার্নশিপের জন্য অ্যাপিয়ার্ড শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের সময় প্রার্থীদের ভাতা দেওয়া হবে।

উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা–২০২৩-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

ইন্টার্নশিপের নাম: (ক) অটোমেটিক ফেয়ার কালেকশন, টেলিকম, সিগন্যালিং অ্যান্ড প্ল্যাটফরম স্ক্রিন ডোর এবং (খ) রোলিং স্টক টেকনোলজি।

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে।

ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে আবেদন সম্পর্কে বিস্তারতি জানতে পারবেন।

ভাতা: ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়া হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ‘ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০’ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৪

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত