বিদ্যুৎ বিভাগে চাকরির প্রস্তুতি ও পরামর্শ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫১
Thumbnail image

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিদ্যুৎ বিভাগ বাড়তি বেতন ও সুযোগ-সুবিধা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ খাতের প্রতিষ্ঠানে কর্মকর্তাদের প্রদত্ত সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি, প্রস্তুতি ও পদায়নসহ নানা বিষয়ে তথ্য তুলে ধরেছেন বি-আর পাওয়ারজেন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. উজ্জ্বল মিয়া।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপি ডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বি-আর পাওয়ারজেন লি. (বিআরপিএল), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি., ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ডিপিডিসি), বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (পায়রা বিদ্যুৎকেন্দ্র) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল /মেকানিক্যাল/ সিভিল) ৫৬টি পদে, সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন/ লিগ্যাল/অর্থ ও হিসাব) ১৯টি পদে, বি-আর পাওয়ারজেন লি. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ কেমিক্যাল) ২০টি পদে, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ পাওয়ার/ সিভিল) ২০টি পদে, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/অ্যাডমিন/অর্থ/হিসাব/অডিট) ৩টি পদে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. সহকারী ব্যবস্থাপক (এইচআর/অ্যাডমিন ও আইসিটি) ৪টি পদে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ ও অর্থ/হিসাব/অর্থ-রাজস্ব) ২৭টি পদে ও সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ১২৭টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং উপসহকারী প্রকৌশলীর জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বি-আর পাওয়ারজেন লি. টেলিটক বাংলাদেশ লি.এর মাধ্যমে এবং নেসকো ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. নিজস্ব ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করছে। নির্ধারিত আবেদন ফি ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

মো. উজ্জ্বল মিয়াসুযোগ-সুবিধা
বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানসমূহে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলী বা সহকারী ব্যবস্থাপক পদে মূল বেতন ৫২ হাজার টাকা (বিতরণকারী প্রতিষ্ঠানের বেলায় ৫১ হাজার টাকা), উপসহকারী প্রকৌশলী বা জুনিয়র সহকারী ব্যবস্থাপকের মূল বেতন ৪০ হাজার টাকা (বিতরণকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩৯ হাজার টাকা); বাড়িভাড়া হিসেবে মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ, যাতায়াত ভাতা, বিদ্যুৎ ভাতা, টেলিফোন খরচ এবং বিদ্যুৎ কেন্দ্র কর্মরত কর্মকর্তারা পাওয়ার প্ল্যান্ট ভাতা পেয়ে থাকেন।

ঈদ ও নববর্ষের মতো বিভিন্ন উৎসব ভাতা, স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীগণ ৩ বছর অতিবাহিত হওয়ার পর গ্র্যাচুয়িটি (কর্মরত প্রতিবছরের জন্য সর্বশেষ মূল বেতনের ২.৫ গুণ), অংশগ্রহণমূলক প্রভিডেন্ট ফান্ড থেকে সুবিধাদি অর্জন করেন। এ ছাড়া প্রতিবছর প্রতিষ্ঠানের লাভের অংশ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ/কেপিআই) ভাতা দেওয়া হয়। প্রতিষ্ঠান ভেদে নির্বাহী প্রকৌশলী বা ব্যবস্থাপক পদের জন্য প্রতিষ্ঠান থেকে সব সময় গাড়ি সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব খাত অনুযায়ী বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

নিয়োগ ও পদায়ন
লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক (পদভিত্তিক), বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিদ্যুৎ সম্পর্কিত, মানসিক দক্ষতার ওপর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়ভিত্তিক ৪০, বাংলা ও ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও বিদ্যুৎ খাত সম্পর্কিত ২০ এবং মানসিক দক্ষতায় ২০ সহ মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। প্রতিষ্ঠানভেদে এমসিকিউ ও লিখিত বা শুধু লিখিত পরীক্ষা নেওয়া হয়। আবেদনের পর নিয়োগকারী প্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে লিখিত পরীক্ষা নেয়।

বিগত বছরের পরীক্ষাগুলোর দিকে নজর দিলে দেখা যায় যে, আইবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ব্যবসায় শিক্ষা অনুষদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এম আইএসটি) পরীক্ষা নিয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের ফলাফলের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে (অন প্রবেশন) নিয়োগ দেওয়া হয়। কর্মকর্তাকে প্রতিষ্ঠানের প্রধান অফিস, বিদ্যুৎকেন্দ্র, বিক্রয় ও বিতরণ কেন্দ্রে পদায়ন করা হয়। সহকারী জেনারেল ম্যানেজারের পদায়ন হয় পল্লী বিদ্যুৎ সমিতিতে।

পদসোপান 
কিছু ব্যতিক্রম ছাড়া বিদ্যুৎ খাতের সব প্রতিষ্ঠানে সময়মতো পদোন্নতি হয়। প্রকৌশল বিভাগের পদসোপান হচ্ছে উপ-সহকারী প্রকৌশলী<সহকারী প্রকৌশলী<উপ-বিভাগীয় প্রকৌশলী <নির্বাহী প্রকৌশলী <তত্ত্বাবধায়ক প্রকৌশলী< প্রধান প্রকৌশলী< নির্বাহী পরিচালক (প্রকৌশলী)। এইচআর অ্যাডমিন, অর্থ ও হিসাব/কোম্পানি সচিবালয় বিভাগের পদসোপান হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক< সহকারী ব্যবস্থাপক< উপব্যবস্থাপক< ব্যবস্থাপক< উপমহাব্যবস্থাপক<মহাব্যবস্থাপক<নির্বাহী পরিচালক। সমিতির পদসোপান সহকারী জেনারেল ম্যানেজার <ডেপুটি জেনারেল ম্যানেজার <জেনারেল ম্যানেজার<সিনিয়র জেনারেল ম্যানেজার। বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর সর্বোচ্চ পদ ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বোচ্চ পদ চেয়ারম্যান।

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত