Ajker Patrika

ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং কৌশল

ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং কৌশল

শব্দের অর্থ শিখুন
ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চাইলে শব্দভান্ডার বাড়াতে হবে। শব্দভান্ডার বাড়াতে প্রচুর ইংরেজি শব্দ, অর্থ ও পরিভাষা শিখতে হবে। পাশাপাশি মানসম্মতভাবে লেখার জন্য কিছু শব্দের অর্থ বা শব্দগুচ্ছ শিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ‘ধনী-গরিবনির্বিশেষে’ এর ইংরেজি হবে ‘Irrespective of rich and poor’। এ ছাড়া ইংরেজি বাগধারা, প্রবাদ-প্রবচন ও বহুল প্রচলিত নীতিবাক্যগুলো জানতে হবে। নইলে লেখা মানসম্মত হবে না।

ব্যাকরণ শিখুন
ইংরেজি ব্যাকরণ অনুসারে বাক্য লেখার সময় Preposition ব্যবহার করতে হয়। তাই শুদ্ধ বাক্য লেখার জন্য এ বিষয়ে ভালো ধারণা রাখতে হবে। Preposition ও Appropriate Preposition–এর বাংলা অর্থ ও সাধারণ ব্যবহার শিখতে হবে। ক্রিয়ার কাল বা Tence সম্পর্কে সংজ্ঞা, চেনার উপায়, গঠনপ্রণালিসহ স্পষ্ট ধারণা রাখুন, যেন বাক্য দেখেই শনাক্ত করতে পারেন। এ ছাড়া বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করাও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ।

পড়তে হবে
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আর কোনো ভাষাই হুবহু ব্যাকরণের সব নিয়ম মেনে চলে না। বাক্য গঠনের সময় কিছু ব্যতিক্রম ও প্রচলিত নিয়ম থাকে। ব্যতিক্রম ও প্রচলিত নিয়মের বাক্যগুলো বোঝার জন্য বেশি বেশি ইংরেজি পড়তে হবে। এ ক্ষেত্রে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়তে পারেন। পত্রিকায় প্রকাশিত বিভিন্ন ধরনের তথ্য ও বিষয়ভিত্তিক লেখাগুলো পড়ার মধ্য দিয়ে কোনো বিষয়ে কীভাবে লিখতে বা বলতে হয়, সেটি শিখতে পারবেন। মোদ্দাকথা, ইংরেজি সাহিত্য ও ম্যাগাজিন পড়লে লেখার ধরন শেখা যায়।

লেখার ধরন
যেকোনো বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আগে লেখার ধরন ও গঠন সম্পর্কে জানতে হবে। কারণ, প্যারাগ্রাফ লেখার সময় একভাবে লিখতে হবে; আবার প্রবন্ধ, ছড়া বা গল্প লেখার সময় ভিন্ন কৌশলে। মনে রাখবেন, তথ্যভিত্তিক কোনো কিছু লেখার সময় তথ্যসহ লিখতে হবে। আর গল্প লেখার সময় কাহিনি আলেখ্য, সূচনা, উপসংহার কাহিনি আবহ অনুসারে সাজিয়ে লেখার নিয়ম। এ ছাড়া লেখার আকার ও প্রকার অনুযায়ী ভাষা তথা শব্দ ব্যবহার করাও জরুরি। সবশেষে চেষ্টা করবেন, যেন বারবার একই ধরনের বাক্য ব্যবহার না হয়। 

অনুশীলন 
ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অনুশীলন বেশ দারুণ কাজে দেয়। তাই বুঝে বুঝে বারবার অনুশীলন করুন। সম্ভব হলে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো কারও সহায়তা নিন। সম্ভব হলে প্রতিদিন একটি বিষয়ের ওপর অন্তত এক পৃষ্ঠা করে লেখার অভ্যাস গড়ে তুলুন। লেখার পর ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তবে আশাহত হওয়া যাবে না। হুট করেই ইংরেজি লেখায় উন্নতি হবে না। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই কেবল ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হয়ে ওঠা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত