খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে চাকরি

চাকরি ডেস্ক
Thumbnail image

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। প্রতিষ্ঠানটি তাদের পাঁচ অনুষদে প্রভাষক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

অনুষদ: ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদপদ ও সংখ্যা: প্রভাষক ৯টি (প্যাথলজি ১টি, প্যারাসাইটোলজি ১টি, ডেয়ারি সায়েন্স ১টি, জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং ১টি, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি ১টি, এপিডেমিওলজি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ১টি, মেডিসিন ১টি, সার্জারি ১টি ও থেরিওজেনোলজি ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা  অনুষদ: কৃষি অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ৫টি (এন্টোমলজি ১টি, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ১টি, জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ১টি, প্ল্যান্ট প্যাথলজি ১টি ও অ্যাগ্রো ফরেস্ট্রি ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ২টি (ফিশ হেলথ ম্যানেজমেন্ট ১টি ও ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ১টি)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ১টি (অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা অনুষদ: অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ

পদ ও সংখ্যা: প্রভাষক ১টি (ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট)

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা আবেদন ফি: ৬০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আট সেট ভিন্ন আবেদন একটি খামের ভেতর ‘রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (অস্থায়ী অফিস: বাড়ি নম্বর-২০০, রোড নম্বর-১২, ১ম ফেইজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা-৯১০০), খুলনা’ বরাবর নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। প্রার্থীকে পদের নাম ও বিভাগ খামের ওপর উল্লেখ করতে হবে। আবেদন সেটের মধ্যে একটি সেট মূলকপি (সত্যায়িত) ও অবশিষ্ট সাত সেট সত্যায়িত কপির ফটোকপি হতে হবে। নির্ধারিত আবেদন ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.kau.ac.bd এই ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৪,  রাত ১২টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত