বিশ্বরঙের আয়োজনে এল ‘গলুই’ সিনেমার পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২২, ২৩: ১৭
Thumbnail image

হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র কিংবা নাম দিয়ে পণ্য তৈরি আর তা বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। কিন্তু এবার বাংলাদেশেও লেগেছে তার ছোঁয়া। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমা। 

সেই সিনেমার নামসহ বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাক এসেছে বাজারে। ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। 

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শো রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে। ক্রেতারা ঘুরেফিরে দেখে দেখেন গলুই সিনেমার লোগো ও ছবিতে নকশা করা বিশ্বরঙের পোশাক। 

এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলীক, নায়িকা পূজা চেরি, আজিজুল হাকিমসহ সিনেমাটির পুরো টিম। উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাও। আরও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক সোহেল আরমানসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে। 

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটি নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলীক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরি। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত