Ajker Patrika

ঈদে যেখানে পাবেন জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২১: ৫৫
ঈদে যেখানে পাবেন জরুরি সেবা

ঈদ মানে আনন্দ হলেও অনেক সময় শরীর সেই আনন্দে পুরোপুরি শামিল হতে পারে না। অর্থাৎ বলা তো যায় না, শরীর কখন কোথায় আর কীভাবে খারাপ হয়। একজন মানুষ যেকোনো কারণে অসুস্থ কিংবা দুর্ঘটনায় পড়তে পারে। ঈদের দিন নানান আনন্দের মাঝে অসুস্থতা কিংবা দুর্ঘটনা কাম্য না হলেও জেনে রাখা ভালো, জরুরি হাসপাতাল সেবা সম্পর্কে।  শিশু, বয়স্ক কিংবা গর্ভবতী মানুষের জন্য জরুরি সেবার নম্বরগুলো হাতের কাছে রাখা ভালো। এবারের ঈদে গরমের কারণেও অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন। ঈদের সময় হাসপাতালে লোকবল কিছুটা কম হলেও হাসপাতালগুলো জরুরি সেবা নিশ্চিত করার চেষ্টা করে।  ঈদে যদি আপনার কিংবা আপনার পরিবারের কারও শরীর খারাপ করে, তাহলে ঠিক কোথায় যোগাযোগ করলে স্বাস্থ্যসেবা পেতে পারবেন, তা জেনে রাখা ভালো। 

  • ঈদে সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা থাকবে। সরকারি অ্যাম্বুলেন্স পেতে ৯৫৫৫৫৫৫ নম্বরে ফোন করা যাবে। যেকোনো পরিস্থিতিতে জরুরি সেবা পেতে জরুরি কলসেন্টারের নম্বর হলো ৯৯৯। এখান থেকে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-সেবা পাওয়া যাবে। এ ছাড়া দেশের যেকোনো প্রান্তে ঘটা যেকোনো রকম দুর্ঘটনা থেকে উদ্ধার পেতে চাইলে এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন। বিনা খরচে এই সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে।  
  • স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালিত একটি হেল্পলাইন হলো ‘স্বাস্থ্য বাতায়ন’। ১৬৩৬৩ নম্বরে ডায়াল করে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে। এ ছাড়া এখান থেকে নিকটস্থ সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ে কোনো কিছুসহ সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সের তথ্য জানতে পারবেন। 
  • ঈদে জাতীয় শিশু হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে এবং এখানে যোগাযোগ করা যাবে ৫৫০৫৯০৫১-৬  নম্বরে। এ ছাড়া পিজি হাসপাতালের হেল্পলাইন নম্বর ০১৪০৬৪২৬৪৪৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত