অনলাইন ডেস্ক
চীনের বিভিন্ন অংশ বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। গরমে বাইরে বের হওয়া দায়। তবে ঘরে বসে থাকলে তো চলবে না। তাই বাইরে বের হওয়ার সময় উত্তাপ থেকে বাঁচতে নানা কৌশল অবলম্বন করছেন চীনারা। কেউ সঙ্গে রাখছেন পোর্টেবল পাখা, কেউ গা ঢেকে চলাচল করছেন। কারও কারও টুপিতেও দেখা যাচ্ছে পাখা লাগানো। তবে এসবের মধ্যে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে ফেসকিনি।
ফেসকিনি মূলত পুরো মুখ ঢাকা এক ধরনের মাস্ক, যাতে কেবল নাক ও চোখের কাছে ছিদ্র থাকে। গরম থেকে বাঁচার জন্য ফেসকিনির পাশাপাশি দুই হাত ঢাকার আলাদা হাতা, চওড়া টুপি ও অতিবেগুনি রশ্মি নিরোধক কাপড়ে তৈরি জ্যাকেটও জনপ্রিয়তা পেয়েছে চীনে।
একটি টুপির দোকানের বিক্রয়কর্মী ওয়াং জানান, মহামারির আগের দুই-তিন বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক ভালো। এ বছর বিক্রির পরিমাণ অনেক বেড়েছে।
পূর্ব এশিয়ার অনেক নারী ফরসা ত্বক পছন্দ করেন। ফলে এ অঞ্চলে রোদ থেকে সুরক্ষা দেওয়া পণ্যগুলোর বেশ চাহিদা রয়েছে।
বেইজিংয়ের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বেড়াতে গিয়েছিলেন ১৭ বছর বয়সী শিক্ষার্থী লি জুয়ান ও তার মা। তাদের দুজনেরই মাস্ক পরা, যা তাদের মুখমণ্ডলের বেশির ভাগ অংশ ঢেকে রেখেছিল। লি বলেন, আমার দুশ্চিন্তা সম্ভাব্য চর্মরোগ বা সান স্পট তৈরি হওয়া নিয়ে।
গত বুধবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিওতে দেখা যায়, পর্যটকেরা একটি ১২ মিটার লম্বা থার্মোমিটারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন। থার্মোমিটারটিতে জিনজিয়াংয়ের ফ্লেমিং পর্বতমালার পৃষ্ঠ ভাগের রিয়েল-টাইম তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল।
চীনের বিভিন্ন অংশ বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। গরমে বাইরে বের হওয়া দায়। তবে ঘরে বসে থাকলে তো চলবে না। তাই বাইরে বের হওয়ার সময় উত্তাপ থেকে বাঁচতে নানা কৌশল অবলম্বন করছেন চীনারা। কেউ সঙ্গে রাখছেন পোর্টেবল পাখা, কেউ গা ঢেকে চলাচল করছেন। কারও কারও টুপিতেও দেখা যাচ্ছে পাখা লাগানো। তবে এসবের মধ্যে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে ফেসকিনি।
ফেসকিনি মূলত পুরো মুখ ঢাকা এক ধরনের মাস্ক, যাতে কেবল নাক ও চোখের কাছে ছিদ্র থাকে। গরম থেকে বাঁচার জন্য ফেসকিনির পাশাপাশি দুই হাত ঢাকার আলাদা হাতা, চওড়া টুপি ও অতিবেগুনি রশ্মি নিরোধক কাপড়ে তৈরি জ্যাকেটও জনপ্রিয়তা পেয়েছে চীনে।
একটি টুপির দোকানের বিক্রয়কর্মী ওয়াং জানান, মহামারির আগের দুই-তিন বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক ভালো। এ বছর বিক্রির পরিমাণ অনেক বেড়েছে।
পূর্ব এশিয়ার অনেক নারী ফরসা ত্বক পছন্দ করেন। ফলে এ অঞ্চলে রোদ থেকে সুরক্ষা দেওয়া পণ্যগুলোর বেশ চাহিদা রয়েছে।
বেইজিংয়ের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বেড়াতে গিয়েছিলেন ১৭ বছর বয়সী শিক্ষার্থী লি জুয়ান ও তার মা। তাদের দুজনেরই মাস্ক পরা, যা তাদের মুখমণ্ডলের বেশির ভাগ অংশ ঢেকে রেখেছিল। লি বলেন, আমার দুশ্চিন্তা সম্ভাব্য চর্মরোগ বা সান স্পট তৈরি হওয়া নিয়ে।
গত বুধবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিওতে দেখা যায়, পর্যটকেরা একটি ১২ মিটার লম্বা থার্মোমিটারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন। থার্মোমিটারটিতে জিনজিয়াংয়ের ফ্লেমিং পর্বতমালার পৃষ্ঠ ভাগের রিয়েল-টাইম তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে