লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র
দ্বিধা ছিল না তাঁর উত্তরে। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন সরাসরি মোকাবিলা করে এত দূর যখন এসেছেন, অভিজ্ঞতার ভান্ডার বেশ ভারী তাঁর। ঝটপট বলে দিলেন পিয়া, ‘কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। এমন একটা পৃথিবীতে আমাদের বাস করতে হয়, যেখানে প্রতিনিয়ত সামনে বাধা আসতে থাকে। নারীর ক্ষেত্রে প্রথম বাধা আসে পরিবার থেকে, এরপর আত্মীয়দের কাছ থেকে, পরে শ্বশুরবাড়ি, এরপর নিজের ছেলেমেয়ের কাছ থেকে আসে। বাধা জীবনে আসবেই, তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। যা-ই হোক না কেন, চেষ্টা করে যেতে হবে। মাঝে মাঝে মনে হয়, কূলকিনারা পাওয়া যাবে না, কিন্তু আপনার চেষ্টা ঠিকই নিজ গন্তব্যে পৌঁছে দেবে।’
মাতৃত্ব নিজের সিদ্ধান্ত
সন্তান নেওয়ার জন্য একজন নারীকে যতটা শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, তা সেই নারী ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তাই কখন তিনি মা হবেন, সেটা একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের দেশে মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের বিশাল একটা চাপ থাকে। পিয়া মনে করেন, পারিবারিক শিক্ষাটা জরুরি। পরিবারগুলোকে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। এর জন্য সামাজিক আন্দোলনও জরুরি। আর একটা সন্তান নেওয়ার অধিকার মা-বাবা—দুজনেরই আছে। কিন্তু যেহেতু গর্ভধারণ নারী করেন, তাই নারীর ভূমিকাই এখানে বেশি বলে মনে করেন তিনি।
পরিবারের সহায়তা জরুরি
পিয়ার কাছে ইচ্ছেটাই মুখ্য। তিনি মনে করেন, ইচ্ছা থাকলে সব হয়, সব করা যায়। তাঁর ধারণা, আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের ওপর সব চাপিয়ে দেওয়া হয়। আগে চিন্তা করা হতো, নারীরা শুধু ঘর সামলাবেন। কিন্তু যখন থেকে নারীরা সম-অধিকার চেয়ে বাইরের কাজও করতে চাইলেন, তখন কথা উঠল, সব কাজ তোমারই করতে হবে কেন। পিয়া বলেন, ‘তবে আমি ভাগ্যবান, আমার স্বামী আমাকে অনেক সাহায্য করে, সাহস জোগায়। আমি মনে করি, পরিবারের এই সাপোর্ট যেকোনো নারীর জন্য জরুরি। সাপোর্ট পেলে যেকোনো মানুষের ক্ষেত্রে সবকিছু সম্ভব।’
দিন শেষে আমার আমি
প্রতিদিন তাঁকে আদালতে যেতে হয়, চেম্বার করতে হয়। আবার সন্তান নিয়েও চিন্তা করতে হয়। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, শুটিং, সেমিনার তো থাকেই। তবে শত ব্যস্ততায় চেষ্টা করেন যাঁদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, যে কাজগুলো করতে ভালো লাগে, সেই সব জায়গায় সময় দেওয়ার। সেসব কাজ করার। যতটুকু সময় পান শরীরচর্চা করেন। যেহেতু নিজের পারলার আছে, তাই ব্যবসা দেখার পাশাপাশি সেখানে নিজের যত্ন নিতেও ভোলেন না পিয়া।
রোজকার ভালো অভ্যাস
সকালে উঠে এক গ্লাস পানি তাঁর পান করতেই হবে। রাতে ঘুমানোর সময় আরামদায়ক কোনো সংগীত শুনতে শুনতে ঘুমান। নিয়মিত জিমে যাওয়া এবং ফিটনেস নিয়ে কাজ করা তাঁর ভালো অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। পিয়ার আরেকটা অভ্যাস হলো, তিনি নিয়মিত মানুষের খোঁজ রাখেন। সেটা হতে পারে কাছের বা দূরের যে কেউ। প্রতিদিন অন্তত একবার হলেও সে যোগাযোগটা তিনি রাখার চেষ্টা করেন।
সৌন্দর্যের সংজ্ঞা
পিয়া বলেন, ‘আসলে সৌন্দর্যের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কারও কাছে সুন্দর মানে ফরসা, আবার কেউ হয়তো একটু শ্যামবর্ণের মানুষ পছন্দ করেন। এটা নির্ভর করে একেকজনের মানসিকতার ওপর। আমি সৌন্দর্যে রঙের ব্যাপারটা আনি না। এখনো আমি অনেক নারীকে চিনি, যাঁরা রং ফরসা করার জন্য প্রাকৃতিক কিংবা কৃত্রিম উপায়ে উঠেপড়ে লাগেন। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সবার পছন্দকেই আমি সম্মান করি।’
সাজপোশাকে স্বাধীনতা
নারীদের পোশাক নিয়ে অনেক কথা হয় আমাদের সমাজে। এখানেই পিয়ার বক্তব্য হলো, একটি পোশাক কারও ভালো না-ই লাগতে পারে। কিন্তু সেটি নিয়ে কারও সঙ্গে ঝামেলা করা যাবে না। পোশাক নিয়ে কাউকে কটু কথা শোনানো উচিত নয়। সবার যে সবকিছু ভালো লাগবে, তা নয়। পিয়া যোগ করেন, ‘আমার কাছে মনে হয়, সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। পোশাকের স্বাধীনতা নারী-পুরুষ—দুজনের জন্যই জরুরি।’
লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র
দ্বিধা ছিল না তাঁর উত্তরে। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন সরাসরি মোকাবিলা করে এত দূর যখন এসেছেন, অভিজ্ঞতার ভান্ডার বেশ ভারী তাঁর। ঝটপট বলে দিলেন পিয়া, ‘কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। এমন একটা পৃথিবীতে আমাদের বাস করতে হয়, যেখানে প্রতিনিয়ত সামনে বাধা আসতে থাকে। নারীর ক্ষেত্রে প্রথম বাধা আসে পরিবার থেকে, এরপর আত্মীয়দের কাছ থেকে, পরে শ্বশুরবাড়ি, এরপর নিজের ছেলেমেয়ের কাছ থেকে আসে। বাধা জীবনে আসবেই, তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। যা-ই হোক না কেন, চেষ্টা করে যেতে হবে। মাঝে মাঝে মনে হয়, কূলকিনারা পাওয়া যাবে না, কিন্তু আপনার চেষ্টা ঠিকই নিজ গন্তব্যে পৌঁছে দেবে।’
মাতৃত্ব নিজের সিদ্ধান্ত
সন্তান নেওয়ার জন্য একজন নারীকে যতটা শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, তা সেই নারী ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তাই কখন তিনি মা হবেন, সেটা একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। আমাদের দেশে মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের বিশাল একটা চাপ থাকে। পিয়া মনে করেন, পারিবারিক শিক্ষাটা জরুরি। পরিবারগুলোকে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। এর জন্য সামাজিক আন্দোলনও জরুরি। আর একটা সন্তান নেওয়ার অধিকার মা-বাবা—দুজনেরই আছে। কিন্তু যেহেতু গর্ভধারণ নারী করেন, তাই নারীর ভূমিকাই এখানে বেশি বলে মনে করেন তিনি।
পরিবারের সহায়তা জরুরি
পিয়ার কাছে ইচ্ছেটাই মুখ্য। তিনি মনে করেন, ইচ্ছা থাকলে সব হয়, সব করা যায়। তাঁর ধারণা, আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের ওপর সব চাপিয়ে দেওয়া হয়। আগে চিন্তা করা হতো, নারীরা শুধু ঘর সামলাবেন। কিন্তু যখন থেকে নারীরা সম-অধিকার চেয়ে বাইরের কাজও করতে চাইলেন, তখন কথা উঠল, সব কাজ তোমারই করতে হবে কেন। পিয়া বলেন, ‘তবে আমি ভাগ্যবান, আমার স্বামী আমাকে অনেক সাহায্য করে, সাহস জোগায়। আমি মনে করি, পরিবারের এই সাপোর্ট যেকোনো নারীর জন্য জরুরি। সাপোর্ট পেলে যেকোনো মানুষের ক্ষেত্রে সবকিছু সম্ভব।’
দিন শেষে আমার আমি
প্রতিদিন তাঁকে আদালতে যেতে হয়, চেম্বার করতে হয়। আবার সন্তান নিয়েও চিন্তা করতে হয়। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, শুটিং, সেমিনার তো থাকেই। তবে শত ব্যস্ততায় চেষ্টা করেন যাঁদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, যে কাজগুলো করতে ভালো লাগে, সেই সব জায়গায় সময় দেওয়ার। সেসব কাজ করার। যতটুকু সময় পান শরীরচর্চা করেন। যেহেতু নিজের পারলার আছে, তাই ব্যবসা দেখার পাশাপাশি সেখানে নিজের যত্ন নিতেও ভোলেন না পিয়া।
রোজকার ভালো অভ্যাস
সকালে উঠে এক গ্লাস পানি তাঁর পান করতেই হবে। রাতে ঘুমানোর সময় আরামদায়ক কোনো সংগীত শুনতে শুনতে ঘুমান। নিয়মিত জিমে যাওয়া এবং ফিটনেস নিয়ে কাজ করা তাঁর ভালো অভ্যাসগুলোর মধ্যে অন্যতম। পিয়ার আরেকটা অভ্যাস হলো, তিনি নিয়মিত মানুষের খোঁজ রাখেন। সেটা হতে পারে কাছের বা দূরের যে কেউ। প্রতিদিন অন্তত একবার হলেও সে যোগাযোগটা তিনি রাখার চেষ্টা করেন।
সৌন্দর্যের সংজ্ঞা
পিয়া বলেন, ‘আসলে সৌন্দর্যের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কারও কাছে সুন্দর মানে ফরসা, আবার কেউ হয়তো একটু শ্যামবর্ণের মানুষ পছন্দ করেন। এটা নির্ভর করে একেকজনের মানসিকতার ওপর। আমি সৌন্দর্যে রঙের ব্যাপারটা আনি না। এখনো আমি অনেক নারীকে চিনি, যাঁরা রং ফরসা করার জন্য প্রাকৃতিক কিংবা কৃত্রিম উপায়ে উঠেপড়ে লাগেন। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সবার পছন্দকেই আমি সম্মান করি।’
সাজপোশাকে স্বাধীনতা
নারীদের পোশাক নিয়ে অনেক কথা হয় আমাদের সমাজে। এখানেই পিয়ার বক্তব্য হলো, একটি পোশাক কারও ভালো না-ই লাগতে পারে। কিন্তু সেটি নিয়ে কারও সঙ্গে ঝামেলা করা যাবে না। পোশাক নিয়ে কাউকে কটু কথা শোনানো উচিত নয়। সবার যে সবকিছু ভালো লাগবে, তা নয়। পিয়া যোগ করেন, ‘আমার কাছে মনে হয়, সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। পোশাকের স্বাধীনতা নারী-পুরুষ—দুজনের জন্যই জরুরি।’
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে