নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
বাংলার রান্নাঘর শুধু খাবারের জায়গা নয়, এখানে ঘটে স্বাদ ও আবেগের মেলবন্ধন। বাংলার ঐতিহ্যবাহী রান্নায় মিষ্টি, টক আর ঝালের এক অপূর্ব সমন্বয় দেখা যায়। বাংলার রান্নায় এই তিনটি স্বাদের মিশেল এক অনন্য মুখরোচক অভিজ্ঞতা দেয়, যা বিশ্বের অন্য কোনো রান্নায় খুব কমই দেখা যায়।
২ ঘণ্টা আগেখেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগে