নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৫ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
৫ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
৫ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
৫ ঘণ্টা আগে