মেহরাব মাসাঈদ হাবিব
সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের মরিস গ্যারাজেস মোটরসের (এমজি) গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শৌখিন গাড়ি ক্রেতারা অনেকেই কম দামে ভালো মানের এসইউভি পাচ্ছেন বলে এমজির গাড়িগুলোর চাহিদাও বাড়ছে বেশ।
সম্প্রতি এমজি তাদের নতুন আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি এমজি সাইবারস্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ-চালিত এই স্পোর্টস কারের সর্বোচ্চ গতি ৮০০ কিলোমিটার। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, তাঁদের নিঃসন্দেহে গাড়িটি পছন্দ হবে।
কারণ, গাড়িটির ককপিট, স্টিয়ারিং হুইল একদম গেমিং কনসোলের মতো। এ ছাড়া থাকবে ফাইভ জি’র সব সুবিধা।
এমজিবি রোডস্টার স্পোর্টস কারের আদলে গাড়িটির ডিজাইন করতে এমজি ডিজাইন টিমের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। গাড়ির সামনে গোল হেডলাইট রয়েছে। এ ছাড়া ইন্টেরিয়রে রয়েছে জিরো গ্রাভিটি সিট, গেমিং কনসোল স্টিয়ারিং হুইল ইত্যাদির মতো দারুণ সব ফিচার।
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়ির দাম ও অন্যান্য বিস্তারিত জানা যাবে গাড়িটি বাজারে এলে।
ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
সম্প্রতি বাংলাদেশে ব্রিটেনের মরিস গ্যারাজেস মোটরসের (এমজি) গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শৌখিন গাড়ি ক্রেতারা অনেকেই কম দামে ভালো মানের এসইউভি পাচ্ছেন বলে এমজির গাড়িগুলোর চাহিদাও বাড়ছে বেশ।
সম্প্রতি এমজি তাদের নতুন আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি এমজি সাইবারস্টার বাজারে আনার ঘোষণা দিয়েছে।
বিদ্যুৎ-চালিত এই স্পোর্টস কারের সর্বোচ্চ গতি ৮০০ কিলোমিটার। যাঁরা গেম খেলতে ভালোবাসেন, তাঁদের নিঃসন্দেহে গাড়িটি পছন্দ হবে।
কারণ, গাড়িটির ককপিট, স্টিয়ারিং হুইল একদম গেমিং কনসোলের মতো। এ ছাড়া থাকবে ফাইভ জি’র সব সুবিধা।
এমজিবি রোডস্টার স্পোর্টস কারের আদলে গাড়িটির ডিজাইন করতে এমজি ডিজাইন টিমের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। গাড়ির সামনে গোল হেডলাইট রয়েছে। এ ছাড়া ইন্টেরিয়রে রয়েছে জিরো গ্রাভিটি সিট, গেমিং কনসোল স্টিয়ারিং হুইল ইত্যাদির মতো দারুণ সব ফিচার।
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়ির দাম ও অন্যান্য বিস্তারিত জানা যাবে গাড়িটি বাজারে এলে।
ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে