চা-চিনিতে রূপচর্চা

রিক্তা রিচি
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮: ০৯
Thumbnail image

চায়ে রূপচর্চা
ব্রণ দূর করতে চায়ের লিকার সাহায্য করে। এ জন্য চায়ের লিকারে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তারপর এটি ব্রণের ওপর লাগান। কয়েক দিন নিয়মিত ব্যবহার করুন।

  • ত্বকের দাগ কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে চা। চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এটি ত্বকের জন্য উপকারী। ঠান্ডা টি-ব্যাগ দাগের ওপর ব্যবহার করুন। এতে ত্বকের দাগ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে।
  • চায়ের লিকার টোনার হিসেবে কাজ করে। এ জন্য চায়ের লিকার ঠান্ডা করে তা দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ভালো উপকার মিলবে।
  • যাঁদের চোখ ফোলা থাকে এবং চোখের নিচে কালো দাগ থাকে, তাঁরা টি-ব্যাগ ব্যবহার করুন। উপকার পাবেন।
  • চাপাতা স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। চা তৈরির পর ঠান্ডা চাপাতা দিয়ে মুখে স্ক্রাব করুন। কয়েক মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক ভালো থাকবে।
  • ত্বকের কালো দাগ দূর করতে চায়ের জুড়ি নেই। চায়ের লিকার ঠান্ডা করে আইস কিউবে ভরে ফ্রিজে রেখে দিন। চায়ের লিকার এভাবে বরফ করে মুখে লাগালে কালো ছোপ ছোপ দাগ দূর হয়।
  • গ্রিন টির সঙ্গে মধু, লেবুর রস ও টক দই মিশিয়ে একটি পেস্ট বানান। তারপর ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্যবহারে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হবে।

মডেল: কাশফিয়া রহমানচিনিতে রূপচর্চা

  • যাঁদের ঠোঁট সারা বছর ফাটে তাঁরা চিনিতে ভরসা রাখুন। চিনি ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। ১ চামচ চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর তা দিয়ে ঠোঁটে স্ক্রাব করুন। অথবা একটি লেবুর রস ও চিনি একসঙ্গে মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করুন। এতে ঠোঁট হবে কোমল ও নরম।
  • ঠোঁট ফাটার সমস্যা কমাতে বিটের রসের সঙ্গে চিনি মিশিয়ে লিপবাম তৈরি করতে পারেন। এ লিপবামটি নিয়মিত ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
  • যাঁদের ত্বকে ছোপ ছোপ দাগ আছে কিংবা শরীরে র‍্যাশজাতীয় কিছু আছে, তাঁরা চিনি দিয়ে পুরো শরীর স্ক্রাব করতে পারেন। চিনির সঙ্গে আমন্ড অয়েল ও নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন। ৫-৬ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর করতে অলিভ অয়েল, চিনি ও লেবুর রস মিশিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে দু্‌ই দিন এটি ব্যবহার করতে পারেন।
  • চিনিতে আছে আলফা হাইড্রোক্সাইড অ্যাসিড। পাকা কলা চটকিয়ে, তাতে চিনি মিশিয়ে পুরো শরীরে স্ক্রাব করলেও মরা চামড়া দূর হবে। পেটের স্ট্রেচ মার্ক কমাতেও চিনি দারুণ কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত