ফারিয়া হোসেন
একটু খেয়াল করলেই দেখবেন, শীতকালে মানুষ রংচঙে পোশাক পরে। বর্ণহীন এই ঋতুতে মন চনমনে রাখতে রঙিন কাপড়ই ভরসা। বছর শেষে পারিবারিক বা বন্ধুদের গেট টুগেদার তো হবেই। আনন্দ আয়োজনের এই সময়ে একটু উজ্জ্বল হয়েই উপস্থিত হোন না! এই উজ্জ্বলতার জন্য পোশাক, অনুষঙ্গ বা পুরো গেটআপে কিছুটা গ্লিটারি লুক আনা যেতেই পারে। নিজের উজ্জ্বল সাজপোশাকে সন্ধ্যাটাই করে তুলতে পারেন ঝলমলে। কীভাবে আনবেন এই গ্লিটারি লুক?
ঝলমলে স্কার্ট
একটা গ্লিটারি স্কার্ট খুব সহজেই উজ্জ্বল ও প্রাণবন্ত লুক দিতে পারে। পুরোটা সিকুইনের কাজ করা স্কার্টের সঙ্গে ম্যাট ক্রপ টপ ও ডেনিমের জ্যাকেট পরতে পারেন। পায়ে গলিয়ে নিন হিল জুতা বা নি-হাই বুট। এই পোশাকের সঙ্গে হালকা সাজেও দেখতে চমৎকার লাগবে।
গ্লিটারি ব্যাগ
গ্লিটার ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো শীতকালে একটু রঙিনের ছোঁয়া পাওয়া। তবে আপনি যদি পোশাকে গ্লিটার পছন্দ না করেন, সে ক্ষেত্রে আপনার অনুষঙ্গে এর ছোঁয়া রাখতে পারেন। পলকা ডট জ্যাকেটের সঙ্গে একটা গ্লিটারি হ্যান্ডব্যাগ বা ক্রস বডি ব্যাগ নিতে পারেন। কানে সোনালি বা পিতল রঙা দুল ও চোখে সানগ্লাস পরলে চমৎকার একটা ক্ল্যাসিক গেটআপ পেয়ে যাবেন।
ঝকমকে জিনস
কালো জিনস এখন খুব ভালো চলছে। এই জিনসে গ্লিটারি লেইস বা স্টিকার লাগিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্যই খুব হালকা রঙের বা রুপালি গ্লিটারি লেইস বা স্টিকার ব্যবহার করতে হবে। এই প্যান্টের সঙ্গে বুট জুতা ও পাফার কোট ব্যবহার করে আপনার শীতের লুককে পূর্ণতা দিতে পারেন।
অন্যান্য
ছোট ছোট গ্লিটারি মোটিফ রয়েছে এমন সোয়েটার বা কার্ডিগান অনুষ্ঠানে পরতেই পারেন। আবার আপনার জ্যাকেটের রংটাই হতে পারে গ্লিটারি। এ ধরনের পোশাক পরতে না চাইলে কানের দুল, ঘড়ি, নেইলপলিশ, সানগ্লাস, জুতা-স্যান্ডেল কিংবা অন্যান্য অনুষঙ্গে গ্লিটারের আভা রাখতে পারেন। তবে ত্বকে অ্যালার্জি থাকলে এ ধরনের পোশাক ও অনুষঙ্গ এড়িয়ে চলাই ভালো।
সূত্র: উইমেন ডট কম
একটু খেয়াল করলেই দেখবেন, শীতকালে মানুষ রংচঙে পোশাক পরে। বর্ণহীন এই ঋতুতে মন চনমনে রাখতে রঙিন কাপড়ই ভরসা। বছর শেষে পারিবারিক বা বন্ধুদের গেট টুগেদার তো হবেই। আনন্দ আয়োজনের এই সময়ে একটু উজ্জ্বল হয়েই উপস্থিত হোন না! এই উজ্জ্বলতার জন্য পোশাক, অনুষঙ্গ বা পুরো গেটআপে কিছুটা গ্লিটারি লুক আনা যেতেই পারে। নিজের উজ্জ্বল সাজপোশাকে সন্ধ্যাটাই করে তুলতে পারেন ঝলমলে। কীভাবে আনবেন এই গ্লিটারি লুক?
ঝলমলে স্কার্ট
একটা গ্লিটারি স্কার্ট খুব সহজেই উজ্জ্বল ও প্রাণবন্ত লুক দিতে পারে। পুরোটা সিকুইনের কাজ করা স্কার্টের সঙ্গে ম্যাট ক্রপ টপ ও ডেনিমের জ্যাকেট পরতে পারেন। পায়ে গলিয়ে নিন হিল জুতা বা নি-হাই বুট। এই পোশাকের সঙ্গে হালকা সাজেও দেখতে চমৎকার লাগবে।
গ্লিটারি ব্যাগ
গ্লিটার ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো শীতকালে একটু রঙিনের ছোঁয়া পাওয়া। তবে আপনি যদি পোশাকে গ্লিটার পছন্দ না করেন, সে ক্ষেত্রে আপনার অনুষঙ্গে এর ছোঁয়া রাখতে পারেন। পলকা ডট জ্যাকেটের সঙ্গে একটা গ্লিটারি হ্যান্ডব্যাগ বা ক্রস বডি ব্যাগ নিতে পারেন। কানে সোনালি বা পিতল রঙা দুল ও চোখে সানগ্লাস পরলে চমৎকার একটা ক্ল্যাসিক গেটআপ পেয়ে যাবেন।
ঝকমকে জিনস
কালো জিনস এখন খুব ভালো চলছে। এই জিনসে গ্লিটারি লেইস বা স্টিকার লাগিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে অবশ্যই খুব হালকা রঙের বা রুপালি গ্লিটারি লেইস বা স্টিকার ব্যবহার করতে হবে। এই প্যান্টের সঙ্গে বুট জুতা ও পাফার কোট ব্যবহার করে আপনার শীতের লুককে পূর্ণতা দিতে পারেন।
অন্যান্য
ছোট ছোট গ্লিটারি মোটিফ রয়েছে এমন সোয়েটার বা কার্ডিগান অনুষ্ঠানে পরতেই পারেন। আবার আপনার জ্যাকেটের রংটাই হতে পারে গ্লিটারি। এ ধরনের পোশাক পরতে না চাইলে কানের দুল, ঘড়ি, নেইলপলিশ, সানগ্লাস, জুতা-স্যান্ডেল কিংবা অন্যান্য অনুষঙ্গে গ্লিটারের আভা রাখতে পারেন। তবে ত্বকে অ্যালার্জি থাকলে এ ধরনের পোশাক ও অনুষঙ্গ এড়িয়ে চলাই ভালো।
সূত্র: উইমেন ডট কম
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে