দশমীর সাজে সাবেকি গয়না

অলকানন্দা রায়, ঢাকা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ১৬: ০২
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৬: ০৯

রাত পোহালেই দশমী। এ বছরের মতো উৎসব শেষ। কিন্তু দশমীর উৎসব তো রয়েই গেল, তাই না? দশমী, অর্থাৎ পূজার শেষ দিনেও ঘোরাফেরা ও নিমন্ত্রণ রক্ষা করতে হবে। আর এগুলোতেও সাজগোজের বিষয় থেকেই যায়।

সাজ যখন পূজার, তখন সাবেকি গয়নায় ভরসা রাখা যেতে পারে নিজেকে নান্দনিকভাবে উপস্থাপন করতে। এক প্যাঁচের শাড়ি আর সনাতনী গয়নায় যে কেউ হয়ে উঠতে পারে অনন্য।

পূজার একটি দিনে পরা যেতে পারে জমাট কাজ করা বেনারসি কাতান, জামদানি বা পেটানো সোনালি কাজের চওড়া পাড়ের সিল্কের লাল, বেগুনি, গোলাপি কিংবা মেরুন রঙের শাড়ি। সঙ্গে গলায় পরা যেতে পারে সীতাহার। কেউ চাইলে চোকার আর সঙ্গে কয়েক লহরের লম্বা মালা পরতেই পারেন।

কানে পরা যেতে পারে কানপাশা কিংবা ঝুমকা। ঝোলানো বড় দুলে কানটানা থাকলে বেশ মানিয়ে যাবে, মায়াময় লাগবে মুখটি। হাতে কয়েক গাছি চুড়ি নয়তো গোলাপ বালা, কোমরে বিছা, বা চাবির গোছা, বাহারি খোঁপায় চুলের কাঁটা। একটু ভিন্নরকম সাজতে চাইলে নাকে নথ আর সিঁথিতে টিকলি পরলে পূজার আবহে আনবে ভিন্নতা। সেই সঙ্গে কাজল আঁকা চোখ আর দুই ভ্রুর মাঝে পোশাকের সঙ্গে মিলিয়ে গোল টিপ—হয়ে গেল সাবেকি গয়নায় পূজার জমকালো সাজ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত