ফিচার ডেস্ক
বিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন। তিনি বলেছেন, ‘বালিতে বিদেশি পর্যটকদের জন্য এই নতুন নির্দেশনা হলো স্থানীয় প্রথা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের আহ্বান।’ গভর্নর আরও বলেছেন, ‘আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। যে বিদেশি পর্যটকেরা অসদাচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ওয়ায়ান কোস্টারের জারি করা এই নিয়মগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো:
পরিবেশ বিষয়ে ভীষণ সচেতন বালিতে হ্রদ, নদীসহ যেখানে-সেখানে বর্জ্য ফেলা কিংবা দূষণ তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। যাঁরা এই বিধিমালা ভাঙবেন, ইন্দোনেশীয় আইনের আওতায় তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে। নতুন নির্দেশিকায় অনুমতি ছাড়া পবিত্র মন্দির এলাকায় প্রবেশ, আবর্জনা ফেলা, ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার, অনুপযুক্ত আচরণ, অনুমতি ছাড়া যেকোনো কাজ করা এবং অবৈধ কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বালি পুলিশের জনসংযোগ প্রধান সিনিয়র কমিশনার পল আরিয়াসানি নিশ্চিত করেছেন, দ্বীপজুড়ে সব নিরাপত্তা কার্যক্রম এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, কুটা, গরুড় বিষ্ণু কেনচানা, সানুর, তানাহ লট, উলুয়াতু, কিন্টামানি, চাঙ্গুসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সূত্র: দ্য বালি সান
বিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন। তিনি বলেছেন, ‘বালিতে বিদেশি পর্যটকদের জন্য এই নতুন নির্দেশনা হলো স্থানীয় প্রথা, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের আহ্বান।’ গভর্নর আরও বলেছেন, ‘আমরা একটি বিশেষ টিম গঠন করেছি। যে বিদেশি পর্যটকেরা অসদাচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ওয়ায়ান কোস্টারের জারি করা এই নিয়মগুলোর মূল বক্তব্য তুলে ধরা হলো:
পরিবেশ বিষয়ে ভীষণ সচেতন বালিতে হ্রদ, নদীসহ যেখানে-সেখানে বর্জ্য ফেলা কিংবা দূষণ তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। যাঁরা এই বিধিমালা ভাঙবেন, ইন্দোনেশীয় আইনের আওতায় তাঁদের বিচারের মুখোমুখি হতে হবে। নতুন নির্দেশিকায় অনুমতি ছাড়া পবিত্র মন্দির এলাকায় প্রবেশ, আবর্জনা ফেলা, ওয়ান-টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার, অনুপযুক্ত আচরণ, অনুমতি ছাড়া যেকোনো কাজ করা এবং অবৈধ কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বালি পুলিশের জনসংযোগ প্রধান সিনিয়র কমিশনার পল আরিয়াসানি নিশ্চিত করেছেন, দ্বীপজুড়ে সব নিরাপত্তা কার্যক্রম এখন পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বেদুগুল বোটানিক্যাল গার্ডেন, কুটা, গরুড় বিষ্ণু কেনচানা, সানুর, তানাহ লট, উলুয়াতু, কিন্টামানি, চাঙ্গুসহ বেশ কিছু জনপ্রিয় গন্তব্যে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সূত্র: দ্য বালি সান
পান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
৫ ঘণ্টা আগেএখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি
২ দিন আগেদক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাচ্ছে দেশটির সরকার।
২ দিন আগেবিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়।
৩ দিন আগে