অনলাইন ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, কোনো বারের মধ্যে পুরুষদের প্রথম রাউন্ডের পানীয় কিনতে তাড়াহুড়ো করা আসলে নারীদের মন জয় করার জন্য একটি আচরণগত প্রদর্শনী। বিশেষ করে যখন নারীদের সংখ্যা কম এবং প্রতিযোগিতা বেশি থাকে, তখন এই প্রবণতা বেশি দেখা যায়।
বিষয়টি বোঝাতে প্রাণী জগতের একটি উদাহরণ টানা যেতে পারে। যেমন—গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে পুরুষ প্যারাডাইস পাখিরা তাদের ঝলমলে পালক দিয়ে নারীদের আকর্ষণ করে, কিংবা হাইল্যান্ড অঞ্চলের হরিণেরা তাদের শক্তিশালী শিং ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করে। তেমনি পুরুষেরাও একটি বিশেষ কৌশল গ্রহণ করে—পানীয়ের প্রথম রাউন্ডটি কিনে।
বুধবার দ্য টাইমস জানিয়েছে, হার্ভার্ডের গবেষক দলটি বোস্টনের তিনটি পাব-এ গবেষণাটি পরিচালনা করেন। তারা পাবে আসা ১৬০টি দলের আচরণ পর্যবেক্ষণ করেন। এই দলগুলোতে নারী এবং পুরুষ উভয়ই উপস্থিত ছিলেন।
গবেষণায় দেখা গেছে, যখন কোনো দলের পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় বেশি ছিল, তখন একজন পুরুষ দ্রুত প্রথম রাউন্ডের পানীয় কিনতে এগিয়ে যেতেন। আবার দলে নারীর সংখ্যা বেশি হলে প্রথম রাউন্ড কিনতে অনেক সময় লেগে যেত।
গবেষকেরা মনে করেন, পুরুষদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের আকর্ষণীয় এবং সামর্থ্যবান প্রমাণ করার জন্য এই ধরনের আচরণ দেখা যায়। গবেষণায় বলা হয়েছে—‘প্রথম রাউন্ডের পানীয় কেনা হলো পুরুষদের একটি আচরণগত প্রদর্শনী, যা তাদের সম্পদের বিজ্ঞাপন দেয়।’
গবেষণায় আরও দেখা গেছে, নারীরা কখনোই পানীয়ের প্রথম রাউন্ড কেনার জন্য এগিয়ে আসেননি। এর অর্থ হলো নারীরা প্রত্যাশা করেন, এই ধরনের বিনিয়োগ পুরুষেরাই প্রথম করবেন।
বিজ্ঞানীরা বলছেন, যে দলগুলোতে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেখানে নারীরা বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেয়ে থাকেন। এ ধরনের পরিবেশে পুরুষদের বেশি বেশি অর্থ খরচের প্রবণতা দেখা গেছে। তারা বেশি ক্রেডিট কার্ড এবং ঋণের দিকে ঝোঁকেন।
নারীদের সংখ্যা কম থাকলে পুরুষদের মধ্যে সম্পদ প্রদর্শন, সামাজিক অবস্থান ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে। এটি প্রাণিজগতের অন্যান্য প্রজাতির মতোই পুরুষদের একটি প্রতিযোগিতামূলক আচরণ।
গবেষণার সারমর্ম হলো, এই প্রতিযোগিতামূলক আচরণ প্রেমের সঙ্গী খোঁজার চিরন্তন প্রক্রিয়ারই একটি অংশ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, কোনো বারের মধ্যে পুরুষদের প্রথম রাউন্ডের পানীয় কিনতে তাড়াহুড়ো করা আসলে নারীদের মন জয় করার জন্য একটি আচরণগত প্রদর্শনী। বিশেষ করে যখন নারীদের সংখ্যা কম এবং প্রতিযোগিতা বেশি থাকে, তখন এই প্রবণতা বেশি দেখা যায়।
বিষয়টি বোঝাতে প্রাণী জগতের একটি উদাহরণ টানা যেতে পারে। যেমন—গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে পুরুষ প্যারাডাইস পাখিরা তাদের ঝলমলে পালক দিয়ে নারীদের আকর্ষণ করে, কিংবা হাইল্যান্ড অঞ্চলের হরিণেরা তাদের শক্তিশালী শিং ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করে। তেমনি পুরুষেরাও একটি বিশেষ কৌশল গ্রহণ করে—পানীয়ের প্রথম রাউন্ডটি কিনে।
বুধবার দ্য টাইমস জানিয়েছে, হার্ভার্ডের গবেষক দলটি বোস্টনের তিনটি পাব-এ গবেষণাটি পরিচালনা করেন। তারা পাবে আসা ১৬০টি দলের আচরণ পর্যবেক্ষণ করেন। এই দলগুলোতে নারী এবং পুরুষ উভয়ই উপস্থিত ছিলেন।
গবেষণায় দেখা গেছে, যখন কোনো দলের পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় বেশি ছিল, তখন একজন পুরুষ দ্রুত প্রথম রাউন্ডের পানীয় কিনতে এগিয়ে যেতেন। আবার দলে নারীর সংখ্যা বেশি হলে প্রথম রাউন্ড কিনতে অনেক সময় লেগে যেত।
গবেষকেরা মনে করেন, পুরুষদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের আকর্ষণীয় এবং সামর্থ্যবান প্রমাণ করার জন্য এই ধরনের আচরণ দেখা যায়। গবেষণায় বলা হয়েছে—‘প্রথম রাউন্ডের পানীয় কেনা হলো পুরুষদের একটি আচরণগত প্রদর্শনী, যা তাদের সম্পদের বিজ্ঞাপন দেয়।’
গবেষণায় আরও দেখা গেছে, নারীরা কখনোই পানীয়ের প্রথম রাউন্ড কেনার জন্য এগিয়ে আসেননি। এর অর্থ হলো নারীরা প্রত্যাশা করেন, এই ধরনের বিনিয়োগ পুরুষেরাই প্রথম করবেন।
বিজ্ঞানীরা বলছেন, যে দলগুলোতে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেখানে নারীরা বেশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেয়ে থাকেন। এ ধরনের পরিবেশে পুরুষদের বেশি বেশি অর্থ খরচের প্রবণতা দেখা গেছে। তারা বেশি ক্রেডিট কার্ড এবং ঋণের দিকে ঝোঁকেন।
নারীদের সংখ্যা কম থাকলে পুরুষদের মধ্যে সম্পদ প্রদর্শন, সামাজিক অবস্থান ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে। এটি প্রাণিজগতের অন্যান্য প্রজাতির মতোই পুরুষদের একটি প্রতিযোগিতামূলক আচরণ।
গবেষণার সারমর্ম হলো, এই প্রতিযোগিতামূলক আচরণ প্রেমের সঙ্গী খোঁজার চিরন্তন প্রক্রিয়ারই একটি অংশ।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
২ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
২ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
২ দিন আগে