তাসনুভা হাসান
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
২৮ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইসাবেলা একজন পেশাদার মিউজিশিয়ানও। ৪ লাখ ২০ হাজার ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে ‘স্টেকঅ্যান্ডবাটারগাল’ নামে ভিডিও শেয়ার করেন। সম্প্রতি জানান, গত ছয় বছর ধরে কোনো শর্করা, ফলমূল, এমনকি সবজিও খাননি তিনি।
১ ঘণ্টা আগেএই ফিউশন ফ্যাশনের যুগে কোনটা কী, তা ভেবে কখনো কখনো কনফিউশন তৈরি হয়। তবে এ বিষয়ে কোনো কনফিউশন নেই যে নারীরা শাড়ি পছন্দ করে। আর বিষয়টি যদি হয় শাড়িতে ফিউশনের, তাহলে তো কথাই নেই। শাড়ির জগতে এবার নতুন মাত্রা যোগ করেছে ডেনিম শাড়ি।
৩ দিন আগেশীতের হিমেল হাওয়ায় কমবেশি সবার ত্বক রুক্ষ হয়ে পড়ে। কারণ, এ সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ কমে যায়। আবার অনেকের বারো মাস রুক্ষ ত্বকের সমস্যা থাকে। তাদের শীতের সময় সমস্যা আরও বেশি হয়। শীত ছাড়াও অনেকের নানা কারণে ত্বক রুক্ষ হতে পারে। যেমন অনেকের জেনেটিক কারণে ত্বকে রুক্ষতা থাকে...
৩ দিন আগেশখের জিনিসের পেছনে অনেক সময় বেহিসাবি টাকা খরচ হয়ে যায়। সে ক্ষেত্রে অন্য খাতে ঝামেলায় পড়তে হয়। তবে কি শখের জিনিস কেনা বাদ যাবে? না, শখের জিনিসও থাকবে। তবে টাকা অপচয় রোধ করতে কিছুটা কৌশলী হতে হবে।
৩ দিন আগে