মাহজাবীন চৌধুরী, রন্ধনশিল্পী
উপকরণ
১ লিটার ননিযুক্ত তরল দুধ, সিরকা বা লেবুর রস, চিনি ১ কাপ, ময়দা আধা কাপ। গরুর দুধ না পাওয়া গেলে ননিযুক্ত মিল্ক পাউডারও ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে ৩ থেকে ৪ কাপ গুঁড়ো দুধ ১ লিটার পরিমাণ পানিতে গুলিয়ে জ্বাল দিতে হবে।
ছানা তৈরি
১ লিটার দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে তাতে ১ কাপ সিরকা বা মাঝারি আকারের ১টি লেবুর রস দিয়ে নাড়ুন। কিছুক্ষণের মধ্যে ছানা আলাদা হয়ে যাবে। এবার পাতলা কাপড়ে ছানা ছেঁকে নিয়ে সে কাপড়েই বেঁধে ৩০-৪০ মিনিট ঝুলিয়ে রাখুন। এতে ছানা থেকে অতিরিক্ত পানি ঝরে যাবে।
ছানার পানি ঝরে গেলে তা একটি ছড়ানো প্লেটে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছানার সঙ্গে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে হাতে চিপে গোল গোল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে ছানা মাখানো হয়নি। ১ লিটার দুধ থেকে মাঝারি আকারের ৫-৬টি মিষ্টি তৈরি করা যায়।
শিরা তৈরি
মিষ্টির শিরা হতে হবে পাতলা। তাই ১ কাপ চিনি ৪ কাপ পানিতে জ্বাল দিতে হবে। পানি ফুটে এলে গোল করে রাখা মিষ্টিগুলো একে একে চিনির শিরায় দিয়ে দিতে হবে। চুলার আঁচ একদমই কমিয়ে, ১৫ মিনিট মিষ্টিগুলো ঢেকে রাখতে হবে। হয়ে গেলে গরম-গরম পরিবেশন করা যাবে।
উপকরণ
১ লিটার ননিযুক্ত তরল দুধ, সিরকা বা লেবুর রস, চিনি ১ কাপ, ময়দা আধা কাপ। গরুর দুধ না পাওয়া গেলে ননিযুক্ত মিল্ক পাউডারও ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে ৩ থেকে ৪ কাপ গুঁড়ো দুধ ১ লিটার পরিমাণ পানিতে গুলিয়ে জ্বাল দিতে হবে।
ছানা তৈরি
১ লিটার দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে তাতে ১ কাপ সিরকা বা মাঝারি আকারের ১টি লেবুর রস দিয়ে নাড়ুন। কিছুক্ষণের মধ্যে ছানা আলাদা হয়ে যাবে। এবার পাতলা কাপড়ে ছানা ছেঁকে নিয়ে সে কাপড়েই বেঁধে ৩০-৪০ মিনিট ঝুলিয়ে রাখুন। এতে ছানা থেকে অতিরিক্ত পানি ঝরে যাবে।
ছানার পানি ঝরে গেলে তা একটি ছড়ানো প্লেটে নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছানার সঙ্গে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে হাতে চিপে গোল গোল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে ছানা মাখানো হয়নি। ১ লিটার দুধ থেকে মাঝারি আকারের ৫-৬টি মিষ্টি তৈরি করা যায়।
শিরা তৈরি
মিষ্টির শিরা হতে হবে পাতলা। তাই ১ কাপ চিনি ৪ কাপ পানিতে জ্বাল দিতে হবে। পানি ফুটে এলে গোল করে রাখা মিষ্টিগুলো একে একে চিনির শিরায় দিয়ে দিতে হবে। চুলার আঁচ একদমই কমিয়ে, ১৫ মিনিট মিষ্টিগুলো ঢেকে রাখতে হবে। হয়ে গেলে গরম-গরম পরিবেশন করা যাবে।
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে