জীবনধারা ডেস্ক
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
কুয়াকাটা সৈকত ছেড়ে যেতে হবে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বাহন স্পিডবোট, ট্রলার ও ট্যুরিস্ট বোট। সাগর বলে ভয় পাওয়ার কিছু নেই। সে এখন তরঙ্গহীন। ঠিক যেমন নখ-দন্তহীন খাঁচায় পোষা সিংহ। তবে একটু বুঝেশুনে যাওয়া ভালো।
১ দিন আগেধীরে ধীরে বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হয়ে উঠছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে পর্যটনে সবাইকে ছাড়িয়ে যেতে প্রস্তুত হচ্ছে দেশটি। এ প্রকল্প বাস্তবায়নে বিশাল অঙ্কের বাজেট নিয়ে নেমেছে তারা। পর্যটক আকর্ষণ করতে নিজেদের ঐতিহ্য আর দর্শনীয় জায়গাগুলো ঢেলে সাজিয়েছে সৌদি আরব।
১ দিন আগেপর্যটন খাতে প্রভাব বাড়াতে নিজেদের প্রস্তুত করে তুলছে চীন। ইতিমধ্যে দেশটি বিদেশি পর্যটকদের জন্য নিয়মকানুন শিথিল করছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বাড়ল ট্রানজিট ভিসার সময়।
১ দিন আগেপৃথিবীর এক-তৃতীয়াংশ ভূমি এবং বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যার বাস এশিয়া মহাদেশে। এখানকার প্রতিটি দেশ ও অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব আছে। এ বৈচিত্র্য সব সময় আকর্ষণ করে পর্যটকদের।
১ দিন আগে