জীবনধারা ডেস্ক
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
৮ ঘণ্টা আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
২ দিন আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
২ দিন আগে