জীবনধারা ডেস্ক
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
২৮ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইসাবেলা একজন পেশাদার মিউজিশিয়ানও। ৪ লাখ ২০ হাজার ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে ‘স্টেকঅ্যান্ডবাটারগাল’ নামে ভিডিও শেয়ার করেন। সম্প্রতি জানান, গত ছয় বছর ধরে কোনো শর্করা, ফলমূল, এমনকি সবজিও খাননি তিনি।
৪ ঘণ্টা আগেএই ফিউশন ফ্যাশনের যুগে কোনটা কী, তা ভেবে কখনো কখনো কনফিউশন তৈরি হয়। তবে এ বিষয়ে কোনো কনফিউশন নেই যে নারীরা শাড়ি পছন্দ করে। আর বিষয়টি যদি হয় শাড়িতে ফিউশনের, তাহলে তো কথাই নেই। শাড়ির জগতে এবার নতুন মাত্রা যোগ করেছে ডেনিম শাড়ি।
৩ দিন আগেশীতের হিমেল হাওয়ায় কমবেশি সবার ত্বক রুক্ষ হয়ে পড়ে। কারণ, এ সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ কমে যায়। আবার অনেকের বারো মাস রুক্ষ ত্বকের সমস্যা থাকে। তাদের শীতের সময় সমস্যা আরও বেশি হয়। শীত ছাড়াও অনেকের নানা কারণে ত্বক রুক্ষ হতে পারে। যেমন অনেকের জেনেটিক কারণে ত্বকে রুক্ষতা থাকে...
৩ দিন আগেফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে...
৩ দিন আগে