ফিচার ডেস্ক
যে রাঁধে, সে নাকি চুলও বাঁধে। রাঁধা আর বাঁধা যেন মানিকজোড়। তেল-নুন-মসলা আর উপকরণের রসায়ন যেমন খাবার করে তোলে সুস্বাদু, তেমনি যত্ন করে বাঁধা চুলও নজর কাড়ে সবার। তাই যেন-তেন-প্রকারেণ চুল বাঁধার উপায় নেই। আপনাদের জন্য রইল চুল বাঁধার পাঁচটি উপায়।
হাই বান ও স্পেস বান
সহজ ও দ্রুত করা যায় চুলের স্টাইল, তার নাম হাই বান। চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে মাথার ঠিক মাঝখানে এটি খোঁপা করে ফেলুন। হ্যাঁ, এটাই হাই বান। এটিকে কেউ কেউ চূড়া করাও বলে। যেকোনো ধরনের পোশাকের সঙ্গে চুলের এ স্টাইল সহজে মানিয়ে যায়।
মাথার চুলগুলো সিঁথি করে দুই ভাগ করে নিয়ে আলাদা দুটি বান বা খোঁপা বেঁধে ফেলুন। হয়ে যাবে স্পেস বান। তারপর চাইলে রাবার ব্যান্ডের সাহায্যে খোঁপা বেঁধে নিতে পারেন। এটি বেশ আধুনিক স্টাইল। যাঁদের বেশি গরম লাগে, তাঁরা এভাবে চুল বেঁধে নিলে আরাম পাবেন। একবার এভাবে চুল বেঁধে নিলে সারা দিনে আর কোনো চিন্তা নেই। ভ্রমণে এটি বেশ সুবিধা দেবে।
হাফ-আপ, হাফ-ডাউন
হাই বানের মতোই আরেকটি স্টাইল। যাঁদের চুল ঘাড় পর্যন্ত অথবা তার কিছুটা নিচে, তাঁরা হাফ-আপ, হাফ-ডাউন স্টাইলে চুল বাঁধতে পারেন। এ জন্য ওপর নিচে চুল দুই ভাগ করে নিন। ওপরের ভাগের চুলগুলোকে একটি ক্লিপের সাহায্যে আটকে নিন। এটি দেখতে ঝুঁটির মতোই হবে। নিচের অংশের চুলগুলো ছাড়াই থাক। এটি হাফ-আপ, হাফ-ডাউন স্টাইলের একটি ধরন।
একইভাবে সামনের চুল দিয়ে একটু ঢিলে করে মাথার মাঝ বরাবর খোঁপা করে নিন। এটিই হাফ-আপ টপ নট। বেঁধে রাখা অংশে চাইলে বিভিন্ন ধরনের ক্লিপ ব্যবহার করা যায়। এখন কাপড়ের বিভিন্ন বো ক্লিপ সবার নজর কাড়ছে। এ ক্ষেত্রে কেউ চাইলে পোশাকের সঙ্গে ম্যাচিং করে একই রঙের বা একই প্রিন্টের বো ক্লিপ ব্যবহার করতে পারেন।
মোড়ানো ঝুঁটি
যাঁরা চুলে ঝুঁটি বাঁধতে পারদর্শী কিংবা যাঁদের কাছে মনে হয়, ঝুঁটিতেই তাঁদের বেশি ভালো মানায়, তাঁরা ঝুঁটি করে নিতে পারেন ঝটপট। একে চমকপ্রদ করে তুলতে ঝুঁটি করার আগে কিছু চুল আলাদা করে নিন। ঝুঁটি করার পর খোলা চুল দিয়ে রাবার ব্যান্ডটি র্যাপ করে নিলে ঝুঁটি নতুন রূপ পাবে।
ইলাস্টিকেটেড হেডব্যান্ড ও হেড স্কার্ফ
অনেকে চুল ছেড়ে রাখতে পছন্দ করেন। কিন্তু চুল মুখের সামনে এলোমেলো হয়ে এসে পড়লে বিরক্ত হন। তাঁরা ব্যবহার করতে পারেন ইলাস্টিকের হেডব্যান্ড।
যেগুলো সামনের চুলকে পরিপাটি রাখবে; পাশাপাশি ভিন্ন লুক দেবে। আবার যাঁরা ইলাস্টিক ব্যবহার করতে চান না, তাঁরা রঙিন স্কার্ফ ব্যবহার করলে ভালো দেখাবে। তিন কোনা এই স্কার্ফগুলোর দুই কোনা চুলের নিচ দিয়ে নিয়ে বেঁধে ফেললেই ওপরের অংশটি চুলের অনেকটা অংশ ঢেকে রাখবে। এটি একদিকে যেমন ভিন্ন লুক আনবে, চুলও সুরক্ষিত রাখবে।
আঁটসাঁট কিংবা হালকা বেণি
বেণি চুলে জট কমায়। এ জন্য একটি বা দুটি বেণি বাঁধা যেতে পারে। সেগুলো চমকপ্রদ করে তুলতে রঙিন ফিতা কিংবা বিভিন্ন রঙের রাবার ব্যান্ড বা কাপড়ের ব্যান্ড ব্যবহার করা যায়। অথবা একটি ঝুঁটি করে সেখান থেকেও বেণি করে নিতে পারেন। যাঁরা চুল ছেড়ে রাখতে ভালোবাসেন, তাঁরা অল্প অল্প চুল নিয়ে ছোট ছোট বেণি করলে সুন্দর দেখাবে। এগুলোর দুটি চোখের দুই পাশ দিয়ে নামিয়ে দেওয়া যায় অথবা পুরো মাথার বিভিন্ন জায়গার চুল নিয়ে চার-পাঁচটি সরু বেণি বানিয়ে খোলা চুলের সঙ্গে ছেড়ে দিতে পারেন। এগুলোকে চিকন রিবন দিয়ে রঙিন করে নিলেও সুন্দর লাগবে।
সূত্র: হু হোয়াট ওয়্যার
যে রাঁধে, সে নাকি চুলও বাঁধে। রাঁধা আর বাঁধা যেন মানিকজোড়। তেল-নুন-মসলা আর উপকরণের রসায়ন যেমন খাবার করে তোলে সুস্বাদু, তেমনি যত্ন করে বাঁধা চুলও নজর কাড়ে সবার। তাই যেন-তেন-প্রকারেণ চুল বাঁধার উপায় নেই। আপনাদের জন্য রইল চুল বাঁধার পাঁচটি উপায়।
হাই বান ও স্পেস বান
সহজ ও দ্রুত করা যায় চুলের স্টাইল, তার নাম হাই বান। চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে মাথার ঠিক মাঝখানে এটি খোঁপা করে ফেলুন। হ্যাঁ, এটাই হাই বান। এটিকে কেউ কেউ চূড়া করাও বলে। যেকোনো ধরনের পোশাকের সঙ্গে চুলের এ স্টাইল সহজে মানিয়ে যায়।
মাথার চুলগুলো সিঁথি করে দুই ভাগ করে নিয়ে আলাদা দুটি বান বা খোঁপা বেঁধে ফেলুন। হয়ে যাবে স্পেস বান। তারপর চাইলে রাবার ব্যান্ডের সাহায্যে খোঁপা বেঁধে নিতে পারেন। এটি বেশ আধুনিক স্টাইল। যাঁদের বেশি গরম লাগে, তাঁরা এভাবে চুল বেঁধে নিলে আরাম পাবেন। একবার এভাবে চুল বেঁধে নিলে সারা দিনে আর কোনো চিন্তা নেই। ভ্রমণে এটি বেশ সুবিধা দেবে।
হাফ-আপ, হাফ-ডাউন
হাই বানের মতোই আরেকটি স্টাইল। যাঁদের চুল ঘাড় পর্যন্ত অথবা তার কিছুটা নিচে, তাঁরা হাফ-আপ, হাফ-ডাউন স্টাইলে চুল বাঁধতে পারেন। এ জন্য ওপর নিচে চুল দুই ভাগ করে নিন। ওপরের ভাগের চুলগুলোকে একটি ক্লিপের সাহায্যে আটকে নিন। এটি দেখতে ঝুঁটির মতোই হবে। নিচের অংশের চুলগুলো ছাড়াই থাক। এটি হাফ-আপ, হাফ-ডাউন স্টাইলের একটি ধরন।
একইভাবে সামনের চুল দিয়ে একটু ঢিলে করে মাথার মাঝ বরাবর খোঁপা করে নিন। এটিই হাফ-আপ টপ নট। বেঁধে রাখা অংশে চাইলে বিভিন্ন ধরনের ক্লিপ ব্যবহার করা যায়। এখন কাপড়ের বিভিন্ন বো ক্লিপ সবার নজর কাড়ছে। এ ক্ষেত্রে কেউ চাইলে পোশাকের সঙ্গে ম্যাচিং করে একই রঙের বা একই প্রিন্টের বো ক্লিপ ব্যবহার করতে পারেন।
মোড়ানো ঝুঁটি
যাঁরা চুলে ঝুঁটি বাঁধতে পারদর্শী কিংবা যাঁদের কাছে মনে হয়, ঝুঁটিতেই তাঁদের বেশি ভালো মানায়, তাঁরা ঝুঁটি করে নিতে পারেন ঝটপট। একে চমকপ্রদ করে তুলতে ঝুঁটি করার আগে কিছু চুল আলাদা করে নিন। ঝুঁটি করার পর খোলা চুল দিয়ে রাবার ব্যান্ডটি র্যাপ করে নিলে ঝুঁটি নতুন রূপ পাবে।
ইলাস্টিকেটেড হেডব্যান্ড ও হেড স্কার্ফ
অনেকে চুল ছেড়ে রাখতে পছন্দ করেন। কিন্তু চুল মুখের সামনে এলোমেলো হয়ে এসে পড়লে বিরক্ত হন। তাঁরা ব্যবহার করতে পারেন ইলাস্টিকের হেডব্যান্ড।
যেগুলো সামনের চুলকে পরিপাটি রাখবে; পাশাপাশি ভিন্ন লুক দেবে। আবার যাঁরা ইলাস্টিক ব্যবহার করতে চান না, তাঁরা রঙিন স্কার্ফ ব্যবহার করলে ভালো দেখাবে। তিন কোনা এই স্কার্ফগুলোর দুই কোনা চুলের নিচ দিয়ে নিয়ে বেঁধে ফেললেই ওপরের অংশটি চুলের অনেকটা অংশ ঢেকে রাখবে। এটি একদিকে যেমন ভিন্ন লুক আনবে, চুলও সুরক্ষিত রাখবে।
আঁটসাঁট কিংবা হালকা বেণি
বেণি চুলে জট কমায়। এ জন্য একটি বা দুটি বেণি বাঁধা যেতে পারে। সেগুলো চমকপ্রদ করে তুলতে রঙিন ফিতা কিংবা বিভিন্ন রঙের রাবার ব্যান্ড বা কাপড়ের ব্যান্ড ব্যবহার করা যায়। অথবা একটি ঝুঁটি করে সেখান থেকেও বেণি করে নিতে পারেন। যাঁরা চুল ছেড়ে রাখতে ভালোবাসেন, তাঁরা অল্প অল্প চুল নিয়ে ছোট ছোট বেণি করলে সুন্দর দেখাবে। এগুলোর দুটি চোখের দুই পাশ দিয়ে নামিয়ে দেওয়া যায় অথবা পুরো মাথার বিভিন্ন জায়গার চুল নিয়ে চার-পাঁচটি সরু বেণি বানিয়ে খোলা চুলের সঙ্গে ছেড়ে দিতে পারেন। এগুলোকে চিকন রিবন দিয়ে রঙিন করে নিলেও সুন্দর লাগবে।
সূত্র: হু হোয়াট ওয়্যার
ছুটির দিন মানেই একটু বিশ্রাম, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানো। আর এবার ঈদুল ফিতরে তো অনেকেই দীর্ঘ ছুটি পেয়েছেন। অনেক দিন পর নাড়ির টানে গ্রামে ফিরেছেন। উদ্দেশ্য, প্রিয়জনদের সঙ্গে এই ছুটির সময়টা আনন্দে কাটানো।
১৫ ঘণ্টা আগেইসলামিক সংস্কৃতিতে একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য খাবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। চলুন একবার দেখে নেওয়া যাক কোন দেশে ঈদ উৎসবে কোন বিশেষ ধরনের খাবারগুলো খাওয়া হয়।
১ দিন আগেদেশের তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি অন্যতম। এই জেলাটিকে প্রাকৃতিক সৌন্দর্যের আধারও বলে লোকজন। ফলে এখানে পর্যটকদের যাতায়াত আছে বেশ। যোগাযোগ ব্যবস্থাও দারুণ। ঈদের লম্বা ছুটিতে হাতে তিন থেকে চার দিনের সময় নিয়ে গেলে প্রকৃতির চোখ জুড়ানো রূপ দেখে আসা যাবে।
২ দিন আগেদাওয়াতে উজ্জ্বল রঙের কাতান, অরগাঞ্জা বা সিল্কের শাড়ি, মানানসই লিপস্টিক, চোখে কাজল ও মাসকারা আর ম্যাচিং গয়না; এইতো, আর কী চাই!
২ দিন আগে