সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তি  
Thumbnail image
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে গতকাল মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত হবে বলে আশাবাদ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টি এস জালিমান সৌলি। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান।

এই কৌশলগত অংশীদারত্বে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং এবং ফ্যাকাল্টি অব ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সুবিধাগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিজের সঙ্গে একীভূত করবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নতুন উদ্ভাবন, একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত