রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে রয়েছে সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছয়টি অনুষদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ভিন্ন ভিন্ন শৈল্পিক কাঠামোর স্থাপনা রয়েছে প্রতিটি অনুষদে। সম্প্রতি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের কাছে নির্মাণ করা হয়েছে নতুন এক ছাউনি। শৈল্পিক কারুকার্যে নির্মিত এই স্থাপনার নাম রাখা হয়েছে ‘প্রশান্তি’।
এই ভবন দেখতে যেন কাঠের তৈরি বেষ্টনীর মাঝে বিশাল এক গাছের ছাউনি। তবে সম্পূর্ণটা করা হয়েছে কংক্রিট দিয়ে। এর ভেতরে রয়েছে বসার জায়গা। ছাউনির মাঝে কাঠামোটি দেখতে অবিকল গাছের মতো। সন্ধ্যায় শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে রঙিন বাতি।শিক্ষক ও শিক্ষার্থীদের বসে আড্ডা কিংবা পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ ছাউনি।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ডিন হিসেবে
দায়িত্ব নেওয়ার পর থেকে অনুষদে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলাম। তার একটি অংশ হলো ‘’প্রশান্তি’’।’ এখানে একসঙ্গে প্রায় ৬০ জন শিক্ষার্থী বসে সময় কাটাতে পারবেন। তবে অনুমতি ছাড়া সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ করা হয়েছে।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে রয়েছে সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছয়টি অনুষদ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। ভিন্ন ভিন্ন শৈল্পিক কাঠামোর স্থাপনা রয়েছে প্রতিটি অনুষদে। সম্প্রতি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের কাছে নির্মাণ করা হয়েছে নতুন এক ছাউনি। শৈল্পিক কারুকার্যে নির্মিত এই স্থাপনার নাম রাখা হয়েছে ‘প্রশান্তি’।
এই ভবন দেখতে যেন কাঠের তৈরি বেষ্টনীর মাঝে বিশাল এক গাছের ছাউনি। তবে সম্পূর্ণটা করা হয়েছে কংক্রিট দিয়ে। এর ভেতরে রয়েছে বসার জায়গা। ছাউনির মাঝে কাঠামোটি দেখতে অবিকল গাছের মতো। সন্ধ্যায় শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে রঙিন বাতি।শিক্ষক ও শিক্ষার্থীদের বসে আড্ডা কিংবা পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ ছাউনি।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ডিন হিসেবে
দায়িত্ব নেওয়ার পর থেকে অনুষদে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলাম। তার একটি অংশ হলো ‘’প্রশান্তি’’।’ এখানে একসঙ্গে প্রায় ৬০ জন শিক্ষার্থী বসে সময় কাটাতে পারবেন। তবে অনুমতি ছাড়া সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ করা হয়েছে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে