শিক্ষা ডেস্ক
নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে উত্তাল মেরিটাইম ইউনিভার্সিটি। অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার এবং সঠিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের বিলম্বের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৪ জানুয়ারি ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশ রুমে গোপনে ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত শিক্ষার্থী মো. আসরাফুজ্জামান নুরকে হাতেনাতে ধরা হয়। নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের এই শিক্ষার্থীর ফোন থেকে একাধিক আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়।
অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হলেও ভুক্তভোগীরা মামলা করতে অনিচ্ছুক থাকায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীরা এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দায়িত্ব এড়িয়ে গেছে।
গত শনিবার রাতে শিক্ষার্থীরা নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি আদায়ে প্রশাসন জরুরি মিটিংয়ের আয়োজন করলেও সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে।
১৪ জানুয়ারির মধ্যে কোনো সমাধান না হলে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ জানিয়েছে, আন্দোলন দীর্ঘায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা নিজেদের নিরাপত্তা এবং দাবির প্রতি প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ না দেখা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে উত্তাল মেরিটাইম ইউনিভার্সিটি। অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার এবং সঠিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের বিলম্বের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৪ জানুয়ারি ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশ রুমে গোপনে ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত শিক্ষার্থী মো. আসরাফুজ্জামান নুরকে হাতেনাতে ধরা হয়। নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের এই শিক্ষার্থীর ফোন থেকে একাধিক আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়।
অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হলেও ভুক্তভোগীরা মামলা করতে অনিচ্ছুক থাকায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীরা এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দায়িত্ব এড়িয়ে গেছে।
গত শনিবার রাতে শিক্ষার্থীরা নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি আদায়ে প্রশাসন জরুরি মিটিংয়ের আয়োজন করলেও সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে।
১৪ জানুয়ারির মধ্যে কোনো সমাধান না হলে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ জানিয়েছে, আন্দোলন দীর্ঘায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা নিজেদের নিরাপত্তা এবং দাবির প্রতি প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ না দেখা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে