Ajker Patrika

বিসিক-ড্যাফোডিল হস্তশিল্প মেলা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
বিসিক-ড্যাফোডিল হস্তশিল্প মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় সম্প্রতি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।

অধ্যাপক ড. লুৎফর রহমান জানিয়েছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের বক্তৃতার মধ্যে আটকে রাখতে চায় না; বরং অধীত জ্ঞান ও পাঠকে প্রায়োগিক করে তুলতে চায়। সে বিষয়টি বিবেচনায় রেখে ডিআইইউ তার শিক্ষা কার্যক্রমকে শিল্পের কাছাকাছি নিয়ে যেতে চায়। সে জন্য ডিআইইউ ৯ বছর আগে বিসিকের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।

মেলায় সারা দেশ থেকে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের উৎপাদিত পণ্যের মধ্যে ছিল নকশিকাঁথা, জামদানি, চামড়াজাত হস্তশিল্প, বিভিন্ন কারুপণ্য, মধু ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত